উত্তরা প্রতিনিধি, ঢাকা

ঈদুল আজহার আগমুহূর্তে তিন মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস না পেয়ে রাজধানীর উত্তরায় গার্মেন্টস পরিচালকের বাসার সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরের ‘টি অ্যান্ড জেড গ্রুপ’-এর পোশাক কারখানা ‘অ্যাপারেলস প্লাস ইকো’র কয়েক শ শ্রমিক।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার পর থেকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে অবস্থিত ৩০ নম্বর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন তাঁরা। গার্মেন্টসটির পরিচালক শাহীন আহমেদ ওই ভবনের ছয়তলায় থাকেন। শ্রমিকদের ভাষ্য, তিনি প্রতিষ্ঠানটির দেখভাল করতেন। গ্রুপটির মালিক শাহাদাৎ হোসেন শামীম বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
শ্রমিকেরা জানান, প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ২০০ জন শ্রমিক কাজ করতেন। তবে বকেয়া পাওনার মধ্যে থাকা কয়েক শ শ্রমিক ছাড়া অন্য কেউ এখনো বেতন-বোনাস পাননি। তাঁদের ভাষায়, ২৯ মে’র মধ্যে সবার পাওনা পরিশোধের কথা ছিল। পরে ৫ জুনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
গার্মেন্টসটির রক্ষণাবেক্ষণ শাখার ইনচার্জ মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রমজানে কোনো নোটিশ ছাড়াই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই বেতন বকেয়া। আমি ও আমার স্ত্রী দুজনেই এখানে চাকরি করি। গ্রামের বাড়িতে ঈদ করার কথা ছিল, এখন বসে আছি পরিচালকের বাড়ির সামনে।’
শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজনসহ প্রায় ২০০-২৫০ জনকে বেতন দেওয়া হলেও অধিকাংশ শ্রমিক এখনো বঞ্চিত। অপারেটর হিসেবে কাজ করা মো. হাসান বলেন, ‘আমার প্রায় ৩০ হাজার টাকা পাওনা। ঈদের আগে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো অর্ধেকের বেশি বকেয়া পড়ে আছে।’
তাঁরা আরও জানান, এর আগেও শ্রম ভবন ও উপদেষ্টার বাড়িতে গিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে। তখনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কার্যকর ফল আসেনি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের তিন মাসের বেতন, ওভারটাইম ও বোনাস বকেয়া। মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যা হয়েছে। ব্যাংক খুললে টাকা পরিশোধ করা হবে।’
মধ্যরাত পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থান করতে দেখা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঈদুল আজহার আগমুহূর্তে তিন মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস না পেয়ে রাজধানীর উত্তরায় গার্মেন্টস পরিচালকের বাসার সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরের ‘টি অ্যান্ড জেড গ্রুপ’-এর পোশাক কারখানা ‘অ্যাপারেলস প্লাস ইকো’র কয়েক শ শ্রমিক।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার পর থেকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে অবস্থিত ৩০ নম্বর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন তাঁরা। গার্মেন্টসটির পরিচালক শাহীন আহমেদ ওই ভবনের ছয়তলায় থাকেন। শ্রমিকদের ভাষ্য, তিনি প্রতিষ্ঠানটির দেখভাল করতেন। গ্রুপটির মালিক শাহাদাৎ হোসেন শামীম বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
শ্রমিকেরা জানান, প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ২০০ জন শ্রমিক কাজ করতেন। তবে বকেয়া পাওনার মধ্যে থাকা কয়েক শ শ্রমিক ছাড়া অন্য কেউ এখনো বেতন-বোনাস পাননি। তাঁদের ভাষায়, ২৯ মে’র মধ্যে সবার পাওনা পরিশোধের কথা ছিল। পরে ৫ জুনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
গার্মেন্টসটির রক্ষণাবেক্ষণ শাখার ইনচার্জ মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রমজানে কোনো নোটিশ ছাড়াই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই বেতন বকেয়া। আমি ও আমার স্ত্রী দুজনেই এখানে চাকরি করি। গ্রামের বাড়িতে ঈদ করার কথা ছিল, এখন বসে আছি পরিচালকের বাড়ির সামনে।’
শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজনসহ প্রায় ২০০-২৫০ জনকে বেতন দেওয়া হলেও অধিকাংশ শ্রমিক এখনো বঞ্চিত। অপারেটর হিসেবে কাজ করা মো. হাসান বলেন, ‘আমার প্রায় ৩০ হাজার টাকা পাওনা। ঈদের আগে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো অর্ধেকের বেশি বকেয়া পড়ে আছে।’
তাঁরা আরও জানান, এর আগেও শ্রম ভবন ও উপদেষ্টার বাড়িতে গিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে। তখনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কার্যকর ফল আসেনি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের তিন মাসের বেতন, ওভারটাইম ও বোনাস বকেয়া। মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যা হয়েছে। ব্যাংক খুললে টাকা পরিশোধ করা হবে।’
মধ্যরাত পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থান করতে দেখা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
৫ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
৯ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
১০ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১ দিন আগে