ঠাকুরগাঁও প্রতিনিধি

ভারত থেকে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে চাপে ফেলতেই এই কর্মকাণ্ড চালানো হচ্ছে।
শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মানুষ পাঠানো হচ্ছে। এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করতেই এসব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখনো আমাদের ন্যায্য পানির হিস্যা মেলেনি, আমাদের সীমান্তে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এখন আবার জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এত দিন এসব ঘটেনি। সরকার পরিবর্তনের পর এসব শুরু হয়েছে।’
আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে ‘জঙ্গি নাটক’ সাজানোর অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তাঁর ভাষায়, ‘র্যাবের মাধ্যমে এতিম ছেলেদের হাতে জোর করে লিফলেট ধরিয়ে দিয়ে তাদের “জঙ্গি” বানিয়ে হত্যা করা হয়েছে। এমন শত শত ঘটনা ঘটেছে।’
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সেই রাতে যেভাবে অভিযান চালানো হয়েছে, তা আরেকটি বড় ট্র্যাজেডি। মেশিনগান ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল।’
নৈশভোজ অনুষ্ঠানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মুক্তির পথ খুঁজে পেয়েছি। যারা রক্ত দিয়েছে, তাদের ত্যাগের মাধ্যমে আজ এই সুযোগ এসেছে।’
তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের এক বৈঠকে সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনার কথা উঠে এসেছে বলেও জানান তিনি।
নৈশভোজ আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

ভারত থেকে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে চাপে ফেলতেই এই কর্মকাণ্ড চালানো হচ্ছে।
শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মানুষ পাঠানো হচ্ছে। এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করতেই এসব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখনো আমাদের ন্যায্য পানির হিস্যা মেলেনি, আমাদের সীমান্তে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এখন আবার জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এত দিন এসব ঘটেনি। সরকার পরিবর্তনের পর এসব শুরু হয়েছে।’
আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে ‘জঙ্গি নাটক’ সাজানোর অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তাঁর ভাষায়, ‘র্যাবের মাধ্যমে এতিম ছেলেদের হাতে জোর করে লিফলেট ধরিয়ে দিয়ে তাদের “জঙ্গি” বানিয়ে হত্যা করা হয়েছে। এমন শত শত ঘটনা ঘটেছে।’
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সেই রাতে যেভাবে অভিযান চালানো হয়েছে, তা আরেকটি বড় ট্র্যাজেডি। মেশিনগান ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল।’
নৈশভোজ অনুষ্ঠানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মুক্তির পথ খুঁজে পেয়েছি। যারা রক্ত দিয়েছে, তাদের ত্যাগের মাধ্যমে আজ এই সুযোগ এসেছে।’
তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের এক বৈঠকে সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনার কথা উঠে এসেছে বলেও জানান তিনি।
নৈশভোজ আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪৩ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে