ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাস্তার পাশ থেকে মোজাম্মেল হক (৪৫) নামের এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার যাদুরানী বাজারে দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।
আজ সোমবার সকালে উপজেলার খাকরতলা গ্রামের পাকা রাস্তার পাশে তাঁর লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে হরিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে। মোজাম্মেল হকের বাড়ি উপজেলার নন্দগাঁও ভূতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে প্রতিদিনের মতো তিনি তাঁর দোকান বন্ধ করেন। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে রাস্তার পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
প্রথম লাশ দেখতে পাওয়া খাকরতলা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি, কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে পুলিশে খবর দিই।’
যাদুরানী বাজারের ব্যবসায়ী ও মোজাম্মেলের দীর্ঘদিনের সহকর্মী আবদুল মতিন বলেন, ‘মোজাম্মেল ভাই খুবই শান্তস্বভাবের মানুষ ছিলেন। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল না। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাস্তার পাশ থেকে মোজাম্মেল হক (৪৫) নামের এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার যাদুরানী বাজারে দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।
আজ সোমবার সকালে উপজেলার খাকরতলা গ্রামের পাকা রাস্তার পাশে তাঁর লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে হরিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে। মোজাম্মেল হকের বাড়ি উপজেলার নন্দগাঁও ভূতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে প্রতিদিনের মতো তিনি তাঁর দোকান বন্ধ করেন। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে রাস্তার পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
প্রথম লাশ দেখতে পাওয়া খাকরতলা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি, কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে পুলিশে খবর দিই।’
যাদুরানী বাজারের ব্যবসায়ী ও মোজাম্মেলের দীর্ঘদিনের সহকর্মী আবদুল মতিন বলেন, ‘মোজাম্মেল ভাই খুবই শান্তস্বভাবের মানুষ ছিলেন। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল না। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
৩০ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে