ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবার নামে চলছে নৈরাজ্য। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবারে রয়েছে ঘাটতি; ওষুধ রয়েছে, তবু রোগীকে পাঠানো হয় বাইরের দোকানে, আর নার্সদের আচরণে নেই মানবিকতা। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।
আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালায় ঠাকুরগাঁও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরীফ মারজী।
অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দুদক কর্মকর্তা আজমির শরীফ মারজী বলেন, ‘সরকারি বরাদ্দ অনুযায়ী একজন রোগীর জন্য প্রতিদিন ১০৯ গ্রাম ব্রয়লার মুরগি সরবরাহ করার কথা। কিন্তু বাস্তবে তা দেওয়া হচ্ছে মাত্র ২২ গ্রাম। ভাত রান্নায় ব্যবহৃত হচ্ছে মোটা চাল, যেখানে বরাদ্দ আছে চিকন চালের। রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে খোলা, অস্বাস্থ্যকর তেল।’
তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ নাপা ও ফেক্সো ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে কিনে নিতে বলা হচ্ছে। ‘রোগীরা ওষুধ চাইলেও দায়িত্বরত কর্মীরা তা দিচ্ছেন না। এমনকি সাধারণ পরীক্ষাগুলোও রোগীদের পাঠানো হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে, অধিক মূল্যে।’
অভিযানে আরও উঠে আসে নার্সদের দুর্ব্যবহারের চিত্র। রোগীদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে মানবিক ব্যবহার তো দূরের কথা, বরং অপমান সহ্য করতে হয় প্রতিনিয়ত। দুদক কর্মকর্তারা জানান, এ নিয়ে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তারা। ‘ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানা ও টয়লেটের দুর্গন্ধ—সব মিলিয়ে পরিবেশ একেবারে অস্বাস্থ্যকর,’ বলেন দুদক কর্মকর্তারা। এই অভিযানে রোগীরা দুদকের উপস্থিতিকে স্বাগত জানান এবং অভিযোগ জানানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানে যেসব অনিয়ম উঠে এসেছে, সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবার নামে চলছে নৈরাজ্য। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবারে রয়েছে ঘাটতি; ওষুধ রয়েছে, তবু রোগীকে পাঠানো হয় বাইরের দোকানে, আর নার্সদের আচরণে নেই মানবিকতা। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।
আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালায় ঠাকুরগাঁও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরীফ মারজী।
অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দুদক কর্মকর্তা আজমির শরীফ মারজী বলেন, ‘সরকারি বরাদ্দ অনুযায়ী একজন রোগীর জন্য প্রতিদিন ১০৯ গ্রাম ব্রয়লার মুরগি সরবরাহ করার কথা। কিন্তু বাস্তবে তা দেওয়া হচ্ছে মাত্র ২২ গ্রাম। ভাত রান্নায় ব্যবহৃত হচ্ছে মোটা চাল, যেখানে বরাদ্দ আছে চিকন চালের। রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে খোলা, অস্বাস্থ্যকর তেল।’
তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ নাপা ও ফেক্সো ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে কিনে নিতে বলা হচ্ছে। ‘রোগীরা ওষুধ চাইলেও দায়িত্বরত কর্মীরা তা দিচ্ছেন না। এমনকি সাধারণ পরীক্ষাগুলোও রোগীদের পাঠানো হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে, অধিক মূল্যে।’
অভিযানে আরও উঠে আসে নার্সদের দুর্ব্যবহারের চিত্র। রোগীদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে মানবিক ব্যবহার তো দূরের কথা, বরং অপমান সহ্য করতে হয় প্রতিনিয়ত। দুদক কর্মকর্তারা জানান, এ নিয়ে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তারা। ‘ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানা ও টয়লেটের দুর্গন্ধ—সব মিলিয়ে পরিবেশ একেবারে অস্বাস্থ্যকর,’ বলেন দুদক কর্মকর্তারা। এই অভিযানে রোগীরা দুদকের উপস্থিতিকে স্বাগত জানান এবং অভিযোগ জানানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানে যেসব অনিয়ম উঠে এসেছে, সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে