বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের তিন আসনের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালমেঘ বাজার, লাহিড়ী বাজার, হলিদবাড়ী বাজার, স্কুলহাট, বাদামবাড়ী বাজার, জাউনিয়া বাজার, বটের হাটে এসব মাইকিং শোনা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী ইউএনও আফসানা কাওছার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে রেকর্ড পাঠিয়েছে, আমরা শুধু স্থানীয়ভাবে মাইক দিয়ে প্রচারের ব্যবস্থা করে দিচ্ছি।
বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের মিমু মাইক সার্ভিসের প্রোপাইটার মোজাম্মেল হক বলেন, সকালে উপজেলা প্রশাসন ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়ে চারটি গাড়িতে মাইকিং করতে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। নির্দেশনা রয়েছে চারটি গাড়ি উপজেলার আটটি ইউনিয়নের হাট-বাজার ও গ্রামগুলোতে নির্বাচন কমিশনের দেওয়া রেকর্ড মাইকের মাধ্যমে প্রচার করবে।
কালমেঘ বাজারের নজরুল ইসলাম বলেন, ‘কাইল ভোট, ভোট দিবার তানে মাইকিং করছে। শুনে ভালোই লাগিল, মাইকিং সবাই শুনিলে কেন্দ্রত যাবে সবাই ভোট দিবা।’
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, মাইকিংয়ের ফলে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহ জোগাবে। এটি নির্বাচন কমিশনের ভালো উদ্যোগ।
ইউএনও আফসানা কাওছার বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও বিভিন্ন বাজারে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনে এবার ১০৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৯১ জন।

ঠাকুরগাঁওয়ের তিন আসনের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালমেঘ বাজার, লাহিড়ী বাজার, হলিদবাড়ী বাজার, স্কুলহাট, বাদামবাড়ী বাজার, জাউনিয়া বাজার, বটের হাটে এসব মাইকিং শোনা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী ইউএনও আফসানা কাওছার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে রেকর্ড পাঠিয়েছে, আমরা শুধু স্থানীয়ভাবে মাইক দিয়ে প্রচারের ব্যবস্থা করে দিচ্ছি।
বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের মিমু মাইক সার্ভিসের প্রোপাইটার মোজাম্মেল হক বলেন, সকালে উপজেলা প্রশাসন ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়ে চারটি গাড়িতে মাইকিং করতে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। নির্দেশনা রয়েছে চারটি গাড়ি উপজেলার আটটি ইউনিয়নের হাট-বাজার ও গ্রামগুলোতে নির্বাচন কমিশনের দেওয়া রেকর্ড মাইকের মাধ্যমে প্রচার করবে।
কালমেঘ বাজারের নজরুল ইসলাম বলেন, ‘কাইল ভোট, ভোট দিবার তানে মাইকিং করছে। শুনে ভালোই লাগিল, মাইকিং সবাই শুনিলে কেন্দ্রত যাবে সবাই ভোট দিবা।’
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, মাইকিংয়ের ফলে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহ জোগাবে। এটি নির্বাচন কমিশনের ভালো উদ্যোগ।
ইউএনও আফসানা কাওছার বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও বিভিন্ন বাজারে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনে এবার ১০৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৯১ জন।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১৭ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে