নিজস্ব প্রতিবেদক, সিলেট

ফিলিস্তিনের গাজা ও রাফাহে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে সিলেটবাসী। আজ সোমবার সকাল থেকে হযরত শাহজালাল-শাহ পরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফেটে পড়েন তাঁরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসব মিছিল-সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেয় সর্বস্তরের মানুষ।
এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। মিছিল-সমাবেশ শেষে ফেরার পথে জিন্দাবাজার, বারুতখানা ও দরগাহ গেটে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। বিকেল পৌনে ৪টায় ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান সুপারস্টোর ইউনিমার্টের আম্বরখানা এলাকার ‘ফ্ল্যাগশিপ আউটলেট’-এ ভাঙচুর করা হয়। এ ছাড়া নগরের চৌহাট্টা এলাকার ‘ডমিনোজ পিৎজা’ ও কুশিঘাট এলাকায় কোকা-কোলার ফ্যাক্টরিতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে এসব স্থানে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কেএফসি ও বাটার একাধিক শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উত্তেজিত জনতা ইউনিমার্ট ও কোকা-কোলার ফ্যাক্টরির সামনে জড়ো হয় ভাঙচুরের জন্য। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ মামলা বা অভিযোগ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
এর আগে সকাল থেকে রাস্তায় ছিল বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং দুপুরে বিভিন্ন ইসলামি দল রাস্তায় নামে। বিকেলে বিএনপি, জামায়াত, বাসদ, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

ফিলিস্তিনের গাজা ও রাফাহে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে সিলেটবাসী। আজ সোমবার সকাল থেকে হযরত শাহজালাল-শাহ পরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফেটে পড়েন তাঁরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসব মিছিল-সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেয় সর্বস্তরের মানুষ।
এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। মিছিল-সমাবেশ শেষে ফেরার পথে জিন্দাবাজার, বারুতখানা ও দরগাহ গেটে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। বিকেল পৌনে ৪টায় ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান সুপারস্টোর ইউনিমার্টের আম্বরখানা এলাকার ‘ফ্ল্যাগশিপ আউটলেট’-এ ভাঙচুর করা হয়। এ ছাড়া নগরের চৌহাট্টা এলাকার ‘ডমিনোজ পিৎজা’ ও কুশিঘাট এলাকায় কোকা-কোলার ফ্যাক্টরিতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে এসব স্থানে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কেএফসি ও বাটার একাধিক শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উত্তেজিত জনতা ইউনিমার্ট ও কোকা-কোলার ফ্যাক্টরির সামনে জড়ো হয় ভাঙচুরের জন্য। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ মামলা বা অভিযোগ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
এর আগে সকাল থেকে রাস্তায় ছিল বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং দুপুরে বিভিন্ন ইসলামি দল রাস্তায় নামে। বিকেলে বিএনপি, জামায়াত, বাসদ, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৩ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে