সিলেট প্রতিনিধি

সোমবার রাত থেকে সিলেট ও মেঘালয়ে চলছিল মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির পানিতে পাহাড়ি ঢল নামে সাদা পাথরে। আর এই সুযোগে ভোররাত থেকে দুষ্কৃতকারীরা বারকি ও ইঞ্জিনচালিত নৌকা দিয়ে শুরু করে সেখান থেকে পাথর লুট। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সাদা পাথর লুট বন্ধে ধলাই নদে অভিযানে নামে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে ১৪ জনকে আটক করে দুই বছরের জেল জরিমানা করা হয়েছে। আর সেখানে অর্ধশতাধিক বারকি ও ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।
তবে এই সাদা পাথর নৌকাচালকদের কাছ থেকে কিনে নেওয়া কোনো ব্যক্তি বা কিনে নেওয়া পাথর নদের পাড় থেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া ট্রাক্টর আটকে কোনো অভিযান চালায়নি উপজেলা প্রশাসন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, ‘আমরা সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে দুই বছরের জেল জরিমানা করেছি। আর সেখানে ৬০টার মতো নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।’
পাথর বহনকারী ট্রাক্টর আটক না করার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘আমরা তো নদীতে অভিযান দিয়েছি, এটার জন্য অফিসার ইনচার্জকে বলে দিয়েছি।’
তবে বিষয়টি অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ইউএনও মহোদয় অভিযানে ফোর্স চেয়েছেন, সেটার জন্য ফোর্স দেওয়া হয়েছে। পরবর্তী সময় নদীতে থেকে তিনি আরেক দল ফোর্স চেয়েছেন। কিন্তু, কী জন্য চেয়েছেন, সেটা আর বলেননি। উপস্থিত কোনো ফোর্স রেডি না থাকায় এবং পরে তথ্য নিয়ে জানা যায় যে অভিযান শেষ হয়েছে, তাই আর ফোর্স পাঠানো হয়নি। তবে নির্বাহী কর্মকর্তা পাথরবোঝাই ট্রাক্টর অভিযানের বিষয়ে কিছু বলেননি।’

সোমবার রাত থেকে সিলেট ও মেঘালয়ে চলছিল মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির পানিতে পাহাড়ি ঢল নামে সাদা পাথরে। আর এই সুযোগে ভোররাত থেকে দুষ্কৃতকারীরা বারকি ও ইঞ্জিনচালিত নৌকা দিয়ে শুরু করে সেখান থেকে পাথর লুট। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সাদা পাথর লুট বন্ধে ধলাই নদে অভিযানে নামে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে ১৪ জনকে আটক করে দুই বছরের জেল জরিমানা করা হয়েছে। আর সেখানে অর্ধশতাধিক বারকি ও ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।
তবে এই সাদা পাথর নৌকাচালকদের কাছ থেকে কিনে নেওয়া কোনো ব্যক্তি বা কিনে নেওয়া পাথর নদের পাড় থেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া ট্রাক্টর আটকে কোনো অভিযান চালায়নি উপজেলা প্রশাসন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, ‘আমরা সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে দুই বছরের জেল জরিমানা করেছি। আর সেখানে ৬০টার মতো নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।’
পাথর বহনকারী ট্রাক্টর আটক না করার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘আমরা তো নদীতে অভিযান দিয়েছি, এটার জন্য অফিসার ইনচার্জকে বলে দিয়েছি।’
তবে বিষয়টি অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ইউএনও মহোদয় অভিযানে ফোর্স চেয়েছেন, সেটার জন্য ফোর্স দেওয়া হয়েছে। পরবর্তী সময় নদীতে থেকে তিনি আরেক দল ফোর্স চেয়েছেন। কিন্তু, কী জন্য চেয়েছেন, সেটা আর বলেননি। উপস্থিত কোনো ফোর্স রেডি না থাকায় এবং পরে তথ্য নিয়ে জানা যায় যে অভিযান শেষ হয়েছে, তাই আর ফোর্স পাঠানো হয়নি। তবে নির্বাহী কর্মকর্তা পাথরবোঝাই ট্রাক্টর অভিযানের বিষয়ে কিছু বলেননি।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৪ ঘণ্টা আগে