Ajker Patrika

জৈন্তাপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

যুবক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

নিহত যুবকের নাম জমির আহমদ (২৫)। জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে দিন রাত ভারতীয় পণ্য সামগ্রী আনতে বাংরাদেশি যুবকরা অনুপ্রবেশ করছে। সেক্ষেত্রে ভারতীয় খাসিয়াদের পান সুপারি জুম নষ্ট হচ্ছে। এ জন্য তাঁরা পাহারা বসান। সীমান্তে পণ্য আনতে গিয়ে জুমের ক্ষতি হওয়ার কারণে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে একাধিক ছররা গুলির চিহ্ন রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ীর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত