
দিনভর বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভিসিসহ অর্ধশত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করার পর ৮ দফা দাবি মেনে নেওয়ায় আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ কারণে আগামীকাল বুধবার থেকে ক্লাস ও পরীক্ষায় অংশ নিবেন তাঁরা। এরই মাধ্যমে তিন দিনের অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।
উপাচার্যের সঙ্গে আলোচনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সোহেল আহমেদ অয়ন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের ৮ দফা দাবির মধ্যে মূল দাবি ছিল প্রক্টরের পদত্যাগ। উপাচার্য আমাদেরকে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তার পদত্যাগের দাবি যে কারণে ছিল সেটি ভুলক্রমে হয়েছে। এজন্য তারা ক্ষমা চেয়েছে এবং আমরা মেনে নিয়েছি এবং তারা বাকি দাবিগুলোও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রক্টর ড. মোজাম্মেল হককে সাময়িক অপসারণ করা হয়েছে। আপাতত অন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় তারা আন্দোলন স্থগিত করেছে। বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
তিনি বলেন, ঘটনার রাতে প্রক্টর দায়িত্ব অবহেলা করেছেন কি না, সেটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট পেশ করবে। এ ছাড়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ড. মোজাম্মেল তাঁর প্রক্টরিয়াল দায়িত্ব পালন না করলেও ক্লাস-পরীক্ষা নেবেন।
এর আগে, তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টিএসসিতে জড়ো হোন শিক্ষার্থীরা। টিএসসি থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যান এবং উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করলে বাইরে দিয়ে তালা দেয় শিক্ষার্থীরা। দিনভর সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য নিচে নেমে আসেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা একে একে দাবিগুলো আবার পেশ করলে উপাচার্য সেগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর সিকৃবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের একটি ব্যানার টাঙানো হয়। এ ঘটনায় প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাননি বলে শিক্ষার্থীদের অভিযোগ। এই ব্যানার নিয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার (২৪ অক্টোবর) রাতে সিকৃবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
এ ঘটনাকে ‘ছাত্রলীগ-সমর্থিত শিক্ষার্থীদের সংঘর্ষ’ বলা; তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং ব্যানার ছেঁড়ার ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহী’ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়টি উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে তালা দেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে