
সিলেটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পালিয়ে যাওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান হোসেন, ফরহাদ আহমদ ও জুনেদ আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদকে শনাক্ত করেন। পরে তাঁকে আটক করার আগেই রায়হান নামের এক ব্যবসায়ী তাঁকে নিরাপদভাবে পালিয়ে যেতে সহায়তা করেন।
এদিকে জাবেদ পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাবেদকে পালিয়ে যেতে সহযোগিতা করা তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।
শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই কর্মী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়েছিল। যার সব প্রমাণাদি রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
নাসিম বলেন, তাঁকে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ভেতরে দেখেন। তখন ওই শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে পুলিশের সোপর্দ করতে চাইলেও রায়হান নামের ওই ব্যবসায়ী তাঁকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে এই মুহূর্তে রায়হানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ছাত্রলীগ কর্মীকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ছাত্রলীগ কর্মীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৩০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে