সিলেট প্রতিনিধি

সিলেটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পালিয়ে যাওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান হোসেন, ফরহাদ আহমদ ও জুনেদ আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদকে শনাক্ত করেন। পরে তাঁকে আটক করার আগেই রায়হান নামের এক ব্যবসায়ী তাঁকে নিরাপদভাবে পালিয়ে যেতে সহায়তা করেন।
এদিকে জাবেদ পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাবেদকে পালিয়ে যেতে সহযোগিতা করা তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।
শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই কর্মী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়েছিল। যার সব প্রমাণাদি রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
নাসিম বলেন, তাঁকে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ভেতরে দেখেন। তখন ওই শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে পুলিশের সোপর্দ করতে চাইলেও রায়হান নামের ওই ব্যবসায়ী তাঁকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে এই মুহূর্তে রায়হানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ছাত্রলীগ কর্মীকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ছাত্রলীগ কর্মীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

সিলেটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পালিয়ে যাওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান হোসেন, ফরহাদ আহমদ ও জুনেদ আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদকে শনাক্ত করেন। পরে তাঁকে আটক করার আগেই রায়হান নামের এক ব্যবসায়ী তাঁকে নিরাপদভাবে পালিয়ে যেতে সহায়তা করেন।
এদিকে জাবেদ পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাবেদকে পালিয়ে যেতে সহযোগিতা করা তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।
শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই কর্মী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়েছিল। যার সব প্রমাণাদি রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
নাসিম বলেন, তাঁকে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ভেতরে দেখেন। তখন ওই শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে পুলিশের সোপর্দ করতে চাইলেও রায়হান নামের ওই ব্যবসায়ী তাঁকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে এই মুহূর্তে রায়হানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ছাত্রলীগ কর্মীকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ছাত্রলীগ কর্মীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৩ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৩ ঘণ্টা আগে