
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঠিকানা ভুলের কারণে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া গ্রিসপ্রবাসী আফসার মিয়ার (৪০) মরদেহ তাঁর স্বজনদের কাছে পৌঁছেছে। মৃত আফসার মিয়া দামোধরতপী গ্রামের মৃত জামসিদ আলীর বড় ছেলে। আফসার মিয়া স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে আফসার মিয়ার লাশ বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তখন পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারেও চলে মাতম। পরে আজ সকাল ১০টায় দামোধরতপী মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরে তাঁর লাশ দাফন করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, গ্রিসে মৃত্যুবরণকারী আফসার মিয়ার লাশ তাঁর বাড়িতে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য, আফসার মিয়া (৪০) দীর্ঘদিন ধরে গ্রিসে বৈধভাবে বসবাস করে আসছিলেন। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসের অ্যাথেন্সের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গত ১০ মার্চ আফসারের মরদেহ বাংলাদেশে আসার কথা ছিল।
সেদিন স্বজনেরা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান লাশ আনতে। কফিনের গায়ে আফসার মিয়ার নাম দেখে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের বাড়ি নিয়ে যান স্বজনেরা। কিন্তু বাড়িতে কফিন খুলে দেখা যায় মরদেহ অন্য কারও। দূতাবাসে খোঁজ নিয়ে জানা যায়, ওই লাশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর জালাল মিয়ার। পরে সংশ্লিষ্ট থানার পুলিশের মাধ্যমে ঢাকার বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জালাল মিয়ার লাশ ফেরত নেয়।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৮ মিনিট আগে