নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ওসমানীনগরে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় জানায়নি।
স্বজনদের দাবি, গত রোববার স্বর্ণ কিনতে বের হয়েছিলেন তিনি। এরপর আর ফিরে আসেননি।
নিহত আব্দুল জলিল (৪৬) উপজেলার উছমানপুর ইউনিয়নরে পাঁচপাড়া গ্রামের মৃত জাহির উল্যার ছেলে। তাঁর পাঁচ সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ ক্রয় করতে গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। সন্ধ্যার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বুধবার দুপুরে আব্দুল জলিলের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী মাহমুদা বেগম জানান, চার ভরি স্বর্ণ ক্রয় করতে ভাড়েরা গ্রামের কামরান নামের এক ব্যবসায়ীর সঙ্গে গত শুক্রবার দেড় লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর স্বামী। পরে রোববার বাড়ি এসে আরও দেড় লাখ টাকা নিয়ে গেলে পরে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কবির আহমদ বলেন, ‘কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। স্বর্ণ কিনার বিষয়টি পুলিশের কানেও এসেছে। আমরা সার্বিক বিষয় নিয়ে তদন্ত করছি। আশা করি শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

সিলেটের ওসমানীনগরে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় জানায়নি।
স্বজনদের দাবি, গত রোববার স্বর্ণ কিনতে বের হয়েছিলেন তিনি। এরপর আর ফিরে আসেননি।
নিহত আব্দুল জলিল (৪৬) উপজেলার উছমানপুর ইউনিয়নরে পাঁচপাড়া গ্রামের মৃত জাহির উল্যার ছেলে। তাঁর পাঁচ সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ ক্রয় করতে গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। সন্ধ্যার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বুধবার দুপুরে আব্দুল জলিলের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী মাহমুদা বেগম জানান, চার ভরি স্বর্ণ ক্রয় করতে ভাড়েরা গ্রামের কামরান নামের এক ব্যবসায়ীর সঙ্গে গত শুক্রবার দেড় লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর স্বামী। পরে রোববার বাড়ি এসে আরও দেড় লাখ টাকা নিয়ে গেলে পরে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কবির আহমদ বলেন, ‘কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। স্বর্ণ কিনার বিষয়টি পুলিশের কানেও এসেছে। আমরা সার্বিক বিষয় নিয়ে তদন্ত করছি। আশা করি শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
২ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে