Ajker Patrika

মৌলভীবাজারে খামারে বিষ দিয়ে ৯টি গরু হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খামারের খাদ্যে বিষ দিয়ে ৯টি গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম রামনগরে সুলেমান মিয়ার খামারে এ ঘটনা ঘটে।

সুলেমান বলেন, ‘আমাদের খামারে ছোটবড় মিলিয়ে ২২টি গরু ছিল। বৃহস্পতিবার রাতে প্রথমে দুটি গরুর মুখ দিয়ে লালা বের হতে থাকে। কিছুক্ষণ পর মাটিতে ঢলে পড়ে গরু দুটির মৃত্যু হয়। এভাবে একে একে আমার ৯টি গরুর মৃত্যু হয়েছে। খাদ্যে বিষ দিয়ে গরুগুলো হত্যা করা হয়েছে। এতে ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সুলেমান অভিযোগ করেন, তাঁদের পরিবারের সঙ্গে এলাকার সবজি ব্যবসায়ী রমজান মিয়ার বিরোধ চলছে। কয়েক দিন আগে রমজান তাঁদের বাড়িতে এসে প্রকাশ্যে জানমালের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিনা ইয়াসমিন বলেন, ‘খবর পেয়ে আমরা চিকিৎসক পাঠিয়েছি। কী কারণে গরুগুলো মারা গেছে, তা পরীক্ষা করে ফলাফল জানার পর নিশ্চিত হওয়া যাবে।’

যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। কেউ বিষ খাইয়েছে না কি অন্য কোনো কারণে মারা গেছে, এটা মেডিকেল রিপোর্ট ছাড়া বলা যাবে না। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত