কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বাবুল তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় হাওর থেকে বাবুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বরমচালের হাওরতীরবর্তী বড়ছড়ার পাড় এলাকায় ঝড়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
জানা যায়, বাবুল তালুকদার উপজেলার ভূকশীমইল ইউনিয়নের বাদে ভূকশীমইল এলাকার বাসিন্দা।
নিখোঁজ বাবুল তালুকদারের শ্যালক আবুল হোসেন ও কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর বোনজামাই বাবুল তালুকদার (ইরানী বাবুল) স্থানীয় আজিজুর রহমানসহ (৬২) হাওরে মাছ ধরতে পার্শ্ববর্তী বরমচালের বড়ছড়ার পাড় এলাকার দিকে নৌকাযোগে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর তাঁদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা আজিজুর রহমান সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ইরানী বাবুল নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাতে নিখোঁজ ইরানী বাবুলের স্বজন ও স্থানীয়রা মিলে নৌকাযোগে তাঁর সন্ধানে নামেন। রাতে কোনো সন্ধান না পাওয়ায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে সিলেট থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেন। নিখোঁজের ১৭ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে তাঁর মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল কাদির মোবাইল ফোনে বলেন, বিষয়টি জানার পর আজ বৃহস্পতিবার সিলেট থেকে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলের একটু দূরে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।’

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বাবুল তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় হাওর থেকে বাবুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বরমচালের হাওরতীরবর্তী বড়ছড়ার পাড় এলাকায় ঝড়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
জানা যায়, বাবুল তালুকদার উপজেলার ভূকশীমইল ইউনিয়নের বাদে ভূকশীমইল এলাকার বাসিন্দা।
নিখোঁজ বাবুল তালুকদারের শ্যালক আবুল হোসেন ও কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর বোনজামাই বাবুল তালুকদার (ইরানী বাবুল) স্থানীয় আজিজুর রহমানসহ (৬২) হাওরে মাছ ধরতে পার্শ্ববর্তী বরমচালের বড়ছড়ার পাড় এলাকার দিকে নৌকাযোগে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর তাঁদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা আজিজুর রহমান সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ইরানী বাবুল নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাতে নিখোঁজ ইরানী বাবুলের স্বজন ও স্থানীয়রা মিলে নৌকাযোগে তাঁর সন্ধানে নামেন। রাতে কোনো সন্ধান না পাওয়ায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে সিলেট থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেন। নিখোঁজের ১৭ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে তাঁর মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল কাদির মোবাইল ফোনে বলেন, বিষয়টি জানার পর আজ বৃহস্পতিবার সিলেট থেকে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলের একটু দূরে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে