সিলেট প্রতিনিধি

সিলেটে হাসপাতালের ১০ তলা থেকে ফয়েজ আহমেদ (৩০) নামের এক রোগীর লাফিয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে আইসিউতে ভর্তির ঘণ্টাখানেক পর তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গতকাল রোববার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।
ফয়েজ আহমেদ সিলেটের কানাইঘাট উপজেলার মৃত মাস্টার মুহিবুর রহমানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মূত্রথলি ও মূত্রনালির সমস্যা নিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলার ইউরোলজি বিভাগের ১০২৯ নম্বর কেবিনে ভর্তি হন ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সোমবার তাঁর অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে তিনি হাসপাতালের দশম তলার ইমার্জেন্সি সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রজেশ দাশ জানান, ফয়েজের ভাইয়েরা বলছেন, তিনি আগে থেকেই বলে আসছেন—অপারেশন করবেন না, ভয় পাচ্ছেন। পরে গতকাল রাতে তিনি হাসপাতালের ১০ তলার ইমার্জেন্সি সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফয়েজের চাচাতো ভাই সুফিয়ান আহমদ বলেন, ‘সে কী কারণে মারা গেছে, সেটা জানা নেই আমাদের। তার মারা যাওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তার লাশ নিয়ে আসি। আজ আসর নামাজের পর তার লাশ দাফন করা হয়েছে।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ সকালে তাঁর অপারেশন করার কথা ছিল। আর গতকাল রাতে তিনি হাসপাতাল থেকে লাফ দিয়ে আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবার কোনো অভিযোগ করেনি আর লাশ নিয়ে তারা চলে গেছে।

সিলেটে হাসপাতালের ১০ তলা থেকে ফয়েজ আহমেদ (৩০) নামের এক রোগীর লাফিয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে আইসিউতে ভর্তির ঘণ্টাখানেক পর তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গতকাল রোববার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।
ফয়েজ আহমেদ সিলেটের কানাইঘাট উপজেলার মৃত মাস্টার মুহিবুর রহমানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মূত্রথলি ও মূত্রনালির সমস্যা নিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলার ইউরোলজি বিভাগের ১০২৯ নম্বর কেবিনে ভর্তি হন ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সোমবার তাঁর অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে তিনি হাসপাতালের দশম তলার ইমার্জেন্সি সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রজেশ দাশ জানান, ফয়েজের ভাইয়েরা বলছেন, তিনি আগে থেকেই বলে আসছেন—অপারেশন করবেন না, ভয় পাচ্ছেন। পরে গতকাল রাতে তিনি হাসপাতালের ১০ তলার ইমার্জেন্সি সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফয়েজের চাচাতো ভাই সুফিয়ান আহমদ বলেন, ‘সে কী কারণে মারা গেছে, সেটা জানা নেই আমাদের। তার মারা যাওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তার লাশ নিয়ে আসি। আজ আসর নামাজের পর তার লাশ দাফন করা হয়েছে।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ সকালে তাঁর অপারেশন করার কথা ছিল। আর গতকাল রাতে তিনি হাসপাতাল থেকে লাফ দিয়ে আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবার কোনো অভিযোগ করেনি আর লাশ নিয়ে তারা চলে গেছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে