প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুরে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে নদীর পানি দ্রুত বৃদ্ধি হচ্ছে। গত শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। এরপর থেকে আজ বুধবার পর্যন্ত যাদুকাটা নদীর পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
অপরদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি উপচে পড়ায় গত তিন দিন ধরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রিজের সম্মুখ সড়কটিও পানিতে ডুবে গেছে। এ ছাড়া বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা-দুর্গাপুর সড়কটি পানিতে ডুবে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন তাহিরপুরবাসীরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড অনুযায়ী সুনামগঞ্জের সুরমা নদীর পানি সমতল বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং যাদুকাটা নদীর পানি সমতল বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম শিপলু জানান, পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের দুটি অংশ ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে ব্যবসায়িক মালামাল পরিবহন করা যাচ্ছে না।
বালিজুরির আনোয়ার বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় যাদুকাটা নদী থেকে রক্তি নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। ফলে আনোয়ারপুর ব্রিজপাড় হয়ে জেলা সদরে যাওয়ার সড়কটি পানিতে ডুবে আছে। বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বীজ সংগ্রহ করা যাচ্ছে না। ফলে বীজ বিতরণ কার্যক্রম পিছিয়ে পড়ছে।

তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুরে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে নদীর পানি দ্রুত বৃদ্ধি হচ্ছে। গত শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। এরপর থেকে আজ বুধবার পর্যন্ত যাদুকাটা নদীর পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
অপরদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি উপচে পড়ায় গত তিন দিন ধরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রিজের সম্মুখ সড়কটিও পানিতে ডুবে গেছে। এ ছাড়া বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা-দুর্গাপুর সড়কটি পানিতে ডুবে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন তাহিরপুরবাসীরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড অনুযায়ী সুনামগঞ্জের সুরমা নদীর পানি সমতল বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং যাদুকাটা নদীর পানি সমতল বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম শিপলু জানান, পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের দুটি অংশ ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে ব্যবসায়িক মালামাল পরিবহন করা যাচ্ছে না।
বালিজুরির আনোয়ার বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় যাদুকাটা নদী থেকে রক্তি নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। ফলে আনোয়ারপুর ব্রিজপাড় হয়ে জেলা সদরে যাওয়ার সড়কটি পানিতে ডুবে আছে। বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বীজ সংগ্রহ করা যাচ্ছে না। ফলে বীজ বিতরণ কার্যক্রম পিছিয়ে পড়ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে