
আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ২টি ও মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের করা দুটি কমিটিতে ৪ জন করে সদস্য রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে কমিটি দুটিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে, মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে করা কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে মোট ৭ জন সদস্য রয়েছে। কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, চলন্ত পারাবত ট্রেনে আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান, অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়েছে। ৪ সদস্যের এই কমিটি দুটিকে আগামী ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
পূর্বাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, পারাবত ট্রেনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ ও কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শমশেরনগর-কুলাউড়া স্টেশনের মধ্যবর্তী চাক কবিরাজি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। পরে কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।

আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ২টি ও মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের করা দুটি কমিটিতে ৪ জন করে সদস্য রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে কমিটি দুটিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে, মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে করা কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে মোট ৭ জন সদস্য রয়েছে। কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, চলন্ত পারাবত ট্রেনে আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান, অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়েছে। ৪ সদস্যের এই কমিটি দুটিকে আগামী ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
পূর্বাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, পারাবত ট্রেনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ ও কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শমশেরনগর-কুলাউড়া স্টেশনের মধ্যবর্তী চাক কবিরাজি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। পরে কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।

নানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট তিন কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর করে চিঠি ইস্যু করা হয়।
১ মিনিট আগে
সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে