Ajker Patrika

চমক দেখাতে পারেন সিলেটের ২ নারী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
চমক দেখাতে পারেন সিলেটের ২ নারী প্রার্থী

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে চমক দেখাতে পারেন দুই নারী। এর মধ্যে একজন বর্তমান সংসদ সদস্য, অপরজন সংরক্ষিত আসনের সাবেক সদস্য। দুজনই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

তারা হলেন-সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত ও দশম জাতীয় সংসদের (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। তাই এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন স্থানীয় ভোটাররা। 

কেয়া চৌধুরীর বাবা হবিগঞ্জের প্রখ্যাত রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মানিক চৌধুরী ২০১৫ সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। বাবার ভাবমূর্তির পাশাপাশি এমপি থাকাকালীন উন্নয়ন কর্মকাণ্ডে নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। ফলে ভোটের মাঠে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি। 

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে অপপ্রচার চলছে, মানুষকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে। 

কারণ, তারা ভোটকেন্দ্রে গেলেই ঈগল মার্কায় ভোট দেবে। তবে আশা করছি, এসব অপপ্রচার সকালের আগেই কেটে যাবে। ভোটকেন্দ্রে মানুষ আসবেন এবং তাঁরা সুষ্ঠুভাবে ভোট দেবেন। মোটকথা, আমি আমার সম্মানিত ভোটারদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে চাই।’ 

সুনামগঞ্জ-২ আসনে ড. জয়া সেনগুপ্ত আওয়ামী লীগের প্রয়াত হেভিয়েট নেতা সুরঞ্জিত সেনগুপ্তর স্ত্রী। তার মৃত্যুর পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির নেতা নাছির উদ্দিন চৌধুরীকে পরাজিত করে জয় পান তিনি। 

এবার দ্বাদশ সংসদ নির্বাচনে জয়া সেনগুপ্ত আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। মনোনয়ন পান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি। এরপর থেকেই তাঁকে নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়। 

দিরাই-শাল্লার ভোটাররা জানান, সুরঞ্জিত সেনগুপ্তর স্ত্রী হওয়ার কারণে ভোটারদের কাছে জয়া সেনগুপ্তর গ্রহণযোগ্যতা আছে। এ ছাড়া এমপি থাকাকালীন মানুষের সঙ্গে তার সম্পৃক্ততার কারণে, ভোটের মাঠে নামটি আলোচিত হয়ে উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের অনেকেই তাঁর প্রচারণায় ছিলেন। 

তবে নৌকার প্রার্থী আল আমিন চৌধুরীর সঙ্গে তাঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। তবে শেষ হাসিটা কে হাসবেন, তা নিয়েই এখন নির্বাচনী এলাকাজুড়ে চলছে জোর আলোচনা। 

নির্বাচনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে জয়া সেনগুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রয়েছে। ভোটারদের বিপুল উৎসাহ কাজ করছে। নির্বাচন উৎসবমুখর হবে। নির্বাচনী এলাকার মানুষের আত্মার আত্মীয় সুরঞ্জিত সেনগুপ্ত। তারা কাঁচি মার্কায় ভোটের মাধ্যমে আবারও সেই প্রমাণ রাখবেন আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে—শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মী ও সমর্থকেরা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টায় নগরের কোতোয়ালি থানায় নিউমার্কেট চত্বরে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে ইনকিলাব মঞ্চ, চট্টগ্রামের ব্যানারে একটি মিছিল নিয়ে নেতা-কর্মীরা নিউমার্কেট চত্বরে জড়ো হন। ওই কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকেই অংশ নেন।

২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে নগরীর এই নিউমার্কেট চত্বর ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার হটানোর আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু।

আজ নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা হাদি হত্যায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম মহানগরের তত্ত্বাবধায়ক এইচ এম শহিদ বলেন, ‘দাবি-দাওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে।’

কর্মসূচিতে ‘নারায়ে তাকবির, আল্লাহ আকবার, হাদি-হাদি, আমরা সবাই হাদি হব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে,’ ‘এক হাদি যুগান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা,’ ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান ওঠে।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চ, চট্টগ্রামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কয়েক শ মানুষের অংশগ্রহণে মিছিলটি নগরের মোমিন রোড, চেরাগী পাহাড় হয়ে জামালখানে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এরপর ইনকিলাব মঞ্চ, চট্টগ্রামের নেতারা সংগঠনটির ফেসবুক পেজে শনিবার নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে—শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘হজরত বাবা শাহ সত্যপীরের মাজার’ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাজারের মূল অংশ অক্ষত থাকলেও গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা-পুলিশসহ বিজিবি সদস্যরা।

স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মাজারে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভোরে ফজরের নামাজের সময় মুসল্লিরা এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়দের অনেকে মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে কোনো চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

জানতে চাইলে মসজিদ ও গোরস্তান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে এসে আমরা দেখি, মাজারের গ্রিল ভাঙা এবং কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে এর পেছনে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি, থানা-পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে—শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ডিজেল, সিমেন্টসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
ডিজেল, সিমেন্টসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কুতুবদিয়া বহির্নোঙর এলাকা থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট, একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে বোটটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটিকে আটক করে। আটক বোটটি তল্লাশি করে ১০০০ লিটার ডিজেল এবং ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারে জড়িত ১১ জন সদস্যকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা জানান, অধিক মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জব্দ মালপত্র ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে—শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে লাশবাহী একটি গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রায়গঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত দুই চালককে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ওসি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি লাশবাহী গাড়ির সঙ্গে ঢাকাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক আহত হন। এর মধ্যে লাশবাহী গাড়ির চালকের অবস্থা গুরুতর।

ওসি বলেন, লাশবাহী গাড়িতে থাকা মরদেহটি গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে—শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত