সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের এক গ্রামে মসজিদে দান করা কাঁঠালের নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বজনদের দাবি, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে স্থানীয় নোয়াখালী বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে এক আত্মীয়র বাসায় পলাতক থাকা অবস্থায় মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তি সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না খতিয়ে দেখতে হবে।
মৃত ওই ব্যক্তির নাম মখলেসুর রহমান (৬০)। মালদার মিয়া নামে নিহতের এক স্বজন দাবি করে বলেন, ঘটনার সময় মখলেসুর রহমান ছিলেন। সংঘর্ষে তিনি আহত হন। পরে তিনি নোয়াখালী বাজারের একটি ফার্মেসিতে চিকিৎসা নিয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে তিনি সংঘর্ষের ঘটনার মারা গেছেন কি না, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
গতকাল ঘটে যাওয়া দুই পক্ষের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
পুলিশ বলেছে, গ্রামের দুটি পক্ষের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব ছিল, সেটাই সংঘর্ষে রূপ নিয়েছে।
উপজেলার হাসনাবাজ গ্রামের একটি মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাঁকানো হয়। তবে এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারাঁ।
এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া (৫৮) ও নুরুল ইসলাম (৪২)। অপর দিকে মো. শাহজাহান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই মামলা দায়ের হয়নি।’
এদিকে ঘটনার পর থেকে হাসনাবাজ গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে। গ্রামে মহিলা আর শিশু ছাড়া কাউকেই দেখা যায়নি।

সুনামগঞ্জের এক গ্রামে মসজিদে দান করা কাঁঠালের নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বজনদের দাবি, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে স্থানীয় নোয়াখালী বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে এক আত্মীয়র বাসায় পলাতক থাকা অবস্থায় মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তি সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না খতিয়ে দেখতে হবে।
মৃত ওই ব্যক্তির নাম মখলেসুর রহমান (৬০)। মালদার মিয়া নামে নিহতের এক স্বজন দাবি করে বলেন, ঘটনার সময় মখলেসুর রহমান ছিলেন। সংঘর্ষে তিনি আহত হন। পরে তিনি নোয়াখালী বাজারের একটি ফার্মেসিতে চিকিৎসা নিয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে তিনি সংঘর্ষের ঘটনার মারা গেছেন কি না, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
গতকাল ঘটে যাওয়া দুই পক্ষের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
পুলিশ বলেছে, গ্রামের দুটি পক্ষের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব ছিল, সেটাই সংঘর্ষে রূপ নিয়েছে।
উপজেলার হাসনাবাজ গ্রামের একটি মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাঁকানো হয়। তবে এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারাঁ।
এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া (৫৮) ও নুরুল ইসলাম (৪২)। অপর দিকে মো. শাহজাহান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই মামলা দায়ের হয়নি।’
এদিকে ঘটনার পর থেকে হাসনাবাজ গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে। গ্রামে মহিলা আর শিশু ছাড়া কাউকেই দেখা যায়নি।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
১৮ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২১ মিনিট আগে