Ajker Patrika

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের এক দিন পর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

সিলেট প্রতিনিধি
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহীন আহমদ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহীন আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের এক দিন পর এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন আহমদ (২৬) উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হামলার ঘটনার মামলায় অজ্ঞাতনামা আসামি শাহীন। শুধু তাই নয়, তিনি ছাত্র-জনতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খুবই সক্রিয় ছিলেন। গত শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাতে মাস্ক পরে নানা স্লোগান দিয়ে কেক কেটে উদ্‌যাপনের সময় তিনি উপস্থিত ছিলেন। পরে তাঁকে গতকাল সোমবার রাতে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার প্রমাণ রয়েছে। সে হামলার ঘটনার মামলার অজ্ঞাত আসামি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত