নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মো. আব্দুর রহিম নামের গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি সিলেট গণপূর্ত উপ বিভাগ-৩ এর উপ সহকারী প্রকৌশলী। গত ১৩ মে তাঁর স্ত্রী আকলিমা বেগম সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুমন মণ্ডল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মো. আব্দুর রহিমের বিরুদ্ধে তাঁর স্ত্রী আকলিমা নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন। আবদুর রহিম এখন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছেন।’
এ ব্যাপারে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, ‘আমরা জানতে পেরেছি উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার মামলায় অভিযুক্ত মো. আব্দুর রহিমকে কল করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি। পরে তাকে এসএমএস করা হয়। একপর্যায়ে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ এপ্রিল ৪ লাখ টাকা দেনমোহরে মো. আব্দুর রহিমের সঙ্গে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। বোনের সুখের কথা ভেবে আকলিমার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন। সেই টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন্য ২০ লাখ টাকা যৌতুক পান। একপর্যায়ে রহিম ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন। গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন রহিম। এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠায়।
আকলিমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গির আলম বলেন, ‘গণপূর্তের ওই কর্মকর্তার কাজলশাহর বাসা থেকে ভিকটিমকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি।’
এ নিয়ে আকলিমা বেগম বলেন, ‘তিনি টাকার জন্য আমাকে শুধু মারধর করেন। টাকা এনে না দিলে আমার সঙ্গে সংসার করবে না বলেন। ঘটনার দিন ৫ লাখ টাকা চেয়ে মারধর করেন। ইঞ্জিনিয়ার জামাই হিসেবে তাঁকে নাকি ২০ লাখ টাকা দিতে হবে। চিকিৎসা নেওয়ার পর আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি।’

সিলেটে মো. আব্দুর রহিম নামের গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি সিলেট গণপূর্ত উপ বিভাগ-৩ এর উপ সহকারী প্রকৌশলী। গত ১৩ মে তাঁর স্ত্রী আকলিমা বেগম সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুমন মণ্ডল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মো. আব্দুর রহিমের বিরুদ্ধে তাঁর স্ত্রী আকলিমা নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন। আবদুর রহিম এখন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছেন।’
এ ব্যাপারে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, ‘আমরা জানতে পেরেছি উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার মামলায় অভিযুক্ত মো. আব্দুর রহিমকে কল করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি। পরে তাকে এসএমএস করা হয়। একপর্যায়ে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ এপ্রিল ৪ লাখ টাকা দেনমোহরে মো. আব্দুর রহিমের সঙ্গে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। বোনের সুখের কথা ভেবে আকলিমার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন। সেই টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন্য ২০ লাখ টাকা যৌতুক পান। একপর্যায়ে রহিম ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন। গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন রহিম। এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠায়।
আকলিমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গির আলম বলেন, ‘গণপূর্তের ওই কর্মকর্তার কাজলশাহর বাসা থেকে ভিকটিমকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি।’
এ নিয়ে আকলিমা বেগম বলেন, ‘তিনি টাকার জন্য আমাকে শুধু মারধর করেন। টাকা এনে না দিলে আমার সঙ্গে সংসার করবে না বলেন। ঘটনার দিন ৫ লাখ টাকা চেয়ে মারধর করেন। ইঞ্জিনিয়ার জামাই হিসেবে তাঁকে নাকি ২০ লাখ টাকা দিতে হবে। চিকিৎসা নেওয়ার পর আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৮ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে