সিলেট প্রতিনিধি

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় রশিদ আহমদ (২৮) নামের এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত নিহত ব্যক্তির বড় ভাই রাজা মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ দিকে রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ (সোমবার) তাঁর গ্রামের উত্তেজিত জনতা হামলাকারী সাজু, রাজুর বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, পাঁচ দিন আগে খালপাড় গ্রামের বাসিন্দা প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি সালেহ আহমদের বাচ্চাদের সঙ্গে একই বাড়ির মৃত মাহমুদ হোসেনের ছেলে রাজু ও সাজুর সন্তানদের ঝগড়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মুরব্বিরা দুই পক্ষকে নিয়ে আপস-মীমাংসা করে দেন।
কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তাঁর ছেলেরা সালিস-বিচার না মেনে রোববার রাত ১২টার দিকে সালেহ আহমদের বসতঘরে গিয়ে তাঁকে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই কাতারপ্রবাসী রশিদ আহমদ ও তাঁর বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রশিদ আহমদ ও তাঁর বড় ভাই রাজা মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে রশিদ আহমদ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন,‘ ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনিদের আটক করতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় রশিদ আহমদ (২৮) নামের এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত নিহত ব্যক্তির বড় ভাই রাজা মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ দিকে রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ (সোমবার) তাঁর গ্রামের উত্তেজিত জনতা হামলাকারী সাজু, রাজুর বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, পাঁচ দিন আগে খালপাড় গ্রামের বাসিন্দা প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি সালেহ আহমদের বাচ্চাদের সঙ্গে একই বাড়ির মৃত মাহমুদ হোসেনের ছেলে রাজু ও সাজুর সন্তানদের ঝগড়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মুরব্বিরা দুই পক্ষকে নিয়ে আপস-মীমাংসা করে দেন।
কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তাঁর ছেলেরা সালিস-বিচার না মেনে রোববার রাত ১২টার দিকে সালেহ আহমদের বসতঘরে গিয়ে তাঁকে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই কাতারপ্রবাসী রশিদ আহমদ ও তাঁর বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রশিদ আহমদ ও তাঁর বড় ভাই রাজা মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে রশিদ আহমদ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন,‘ ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনিদের আটক করতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে