নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়, এর আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় মেয়রের বাসার একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। কক্ষের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
বাসায় থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বড় মেয়ে সাইকা তাবাসুম চৌধুরী বিদেশে থাকায় তাঁর কক্ষটি ফাঁকা ছিল। রাত সোয়া ৮টার দিকে ওই কক্ষে বিকট শব্দ হয়। এ সময় বাসায় থাকা লোকজন কক্ষটি থেকে ধোয়া বের হতে দেখেন। পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর দুটি ইউনিট। তারা কক্ষটিতে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া বাকি কক্ষগুলোও পরীক্ষা করে দেখা হয়। তবে আর কোথাও কোনো আগুনের অস্তিত্ব মেলেনি। আগুন লাগান কারণ কী তা এখনই বলা সম্ভব না বলে জানান তিনি। সিসিক মেয়র দেশে ফেরার পর তাঁর অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করেই বলা যাবে কী কারণে আগুন লেগেছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই কক্ষটিতে প্রবেশ করে দেখা গেছে, কক্ষে থাকা এসি ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। কক্ষের ভেতর বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে বাসার লোকজন ধারণা করছেন এসির বিস্ফোরণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে আছেন। ১৫ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়, এর আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় মেয়রের বাসার একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। কক্ষের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
বাসায় থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বড় মেয়ে সাইকা তাবাসুম চৌধুরী বিদেশে থাকায় তাঁর কক্ষটি ফাঁকা ছিল। রাত সোয়া ৮টার দিকে ওই কক্ষে বিকট শব্দ হয়। এ সময় বাসায় থাকা লোকজন কক্ষটি থেকে ধোয়া বের হতে দেখেন। পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর দুটি ইউনিট। তারা কক্ষটিতে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া বাকি কক্ষগুলোও পরীক্ষা করে দেখা হয়। তবে আর কোথাও কোনো আগুনের অস্তিত্ব মেলেনি। আগুন লাগান কারণ কী তা এখনই বলা সম্ভব না বলে জানান তিনি। সিসিক মেয়র দেশে ফেরার পর তাঁর অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করেই বলা যাবে কী কারণে আগুন লেগেছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই কক্ষটিতে প্রবেশ করে দেখা গেছে, কক্ষে থাকা এসি ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। কক্ষের ভেতর বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে বাসার লোকজন ধারণা করছেন এসির বিস্ফোরণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে আছেন। ১৫ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৬ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১২ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
২০ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৫ মিনিট আগে