নিজস্ব প্রতিবেদক, সিলেট

‘বিদেশিরা আমাদের ওপর যদি খড়্গ হয়ে যায়, আমরা অবশ্যই জানি কীভাবে প্রতিহত করতে হয়।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি। বিদেশিদের কথা চিন্তা করি না। বিদেশিরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, আমরা সেটা গ্রহণ করব। আর আমাদের ওপর যদি খড়্গ হয়ে যায়, আমরা অবশ্যই জানি কীভাবে তাদের প্রতিহত করতে হয়। ভয় পাবেন না। একাত্তর সালেও আমাদের সঙ্গে অনেকেই ছিলেন না। কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা বিজয়ী জাতি।’
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা খুব বাস্তববাদী সরকার। অতীতের মতো এবারও সুন্দর সরকার গঠিত হওয়ার পর তারা আমাদের সমর্থন দেবে। একাত্তর সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না। কিন্তু বিজয়ের পর জাতিসংঘের সদস্য পদের জন্য প্রস্তাব করলে আমেরিকা তাতে ১৫ বার সমর্থন করে। যখন বাংলাদেশ গড়ে উঠেছে, সুন্দর সরকার এসেছে, আমাদের তারা সমর্থন দিয়েছে, এবারও তা-ই হবে। আমরা সেই আশা করি।’
দেশে নির্বাচনের জোয়ার বইছে দাবি করে আব্দুল মোমেন বলেন, ‘সব দল নির্বাচনে আসতে শুরু করেছে। নাশকতা বাদ দিয়ে জনসমর্থন যাচাইয়ের জন্য বিএনপির উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা।’
পররাষ্ট্রসচিবের ভারত সফরে দুই দেশের মধ্যকার ছোটখাটো সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

‘বিদেশিরা আমাদের ওপর যদি খড়্গ হয়ে যায়, আমরা অবশ্যই জানি কীভাবে প্রতিহত করতে হয়।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি। বিদেশিদের কথা চিন্তা করি না। বিদেশিরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, আমরা সেটা গ্রহণ করব। আর আমাদের ওপর যদি খড়্গ হয়ে যায়, আমরা অবশ্যই জানি কীভাবে তাদের প্রতিহত করতে হয়। ভয় পাবেন না। একাত্তর সালেও আমাদের সঙ্গে অনেকেই ছিলেন না। কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা বিজয়ী জাতি।’
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা খুব বাস্তববাদী সরকার। অতীতের মতো এবারও সুন্দর সরকার গঠিত হওয়ার পর তারা আমাদের সমর্থন দেবে। একাত্তর সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না। কিন্তু বিজয়ের পর জাতিসংঘের সদস্য পদের জন্য প্রস্তাব করলে আমেরিকা তাতে ১৫ বার সমর্থন করে। যখন বাংলাদেশ গড়ে উঠেছে, সুন্দর সরকার এসেছে, আমাদের তারা সমর্থন দিয়েছে, এবারও তা-ই হবে। আমরা সেই আশা করি।’
দেশে নির্বাচনের জোয়ার বইছে দাবি করে আব্দুল মোমেন বলেন, ‘সব দল নির্বাচনে আসতে শুরু করেছে। নাশকতা বাদ দিয়ে জনসমর্থন যাচাইয়ের জন্য বিএনপির উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা।’
পররাষ্ট্রসচিবের ভারত সফরে দুই দেশের মধ্যকার ছোটখাটো সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৯ ঘণ্টা আগে