
চিকিৎসার জন্য তিন দিন আগে ঢাকা গিয়েছিলেন সহকারী শিক্ষিকা মোছা জাহানারা আক্তার (৪০)। স্বামী মো. সেলিম মিয়াও তাঁর সঙ্গে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসা শেষে ঢাকা-বরগুনাগামী লঞ্চ অভিযান-১০-এ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঝালকাঠির সুগন্ধা নদীতে সেদিন রাত ৩টার দিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন শিক্ষিকা জাহানারা আক্তার। আর সেলিম মিয়া বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।
নিখোঁজ জাহানারা আক্তার মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগর গ্রামের মুজাফফর হাওলাদারের মেয়ে এবং উত্তর কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর স্বামী সেলিম হাওলাদারের বাড়ি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার রানীপুর গ্রামে।
জাহানারা আক্তারের বড় ভাই সত্তার হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছয় ভাইবোনের মধ্যে জাহানারা সবার ছোট। দুই বোন ও এক ভাই অনেক আগেই মারা গেছেন। বোনদের মধ্যে জাহানারা একাই জীবিত ছিলেন। সাত-আট বছর আগে বেতাগীর সেলিম হাওলাদারের সঙ্গে তাঁকে বিয়ে দেওয়া হয়। কিছুদিন পরই স্বামী (সেলিম হাওলাদার) সৌদি আরবে চলে যান। চার থেকে পাঁচ মাস আগে সেলিম সৌদি আরব থেকে বাড়িতে আসেন। তাঁদের কোনো সন্তান ছিল না। গত ২০ ডিসেম্বর চিকিৎসার জন্য তাঁরা ঢাকায় যান। চিকিৎসা শেষে সেদিনই তাঁরা বাড়িতে ফিরছিলেন।
জাহানারার স্বামী সেলিম মিয়া বলেন, ‘দোতলায় লঞ্চের ডেকের একটি জায়গায় আমরা (স্বামী-স্ত্রী) বিছানা করে ছিলাম। দুর্ঘটনার সময় আমি টয়লেটে গিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দে টয়লেট থেকে বের হয়ে দেখতে পাই শুধু আগুনের লেলিহান শিখা। আগুনের মধ্যেই লঞ্চের পেছন থেকে নদীতে ঝাঁপ দেই। ওই সময় স্ত্রী জাহানারা আক্তার বিছানায় ছিল। এখন সে (জাহানারা) কোথায় আছে কিছুই জানি না।’
উত্তর কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা সাফিয়া আক্তার বলেন, জাহানারা একজন দক্ষ ও আদর্শবান শিক্ষিকা ছিলেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় গিয়েছিলেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি লঞ্চ দুর্ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বরিশাল শেবাচিমের সার্জারি ইউনিট-৩-এর প্রধান চিকিৎসক মো. ফেরদৌস বলেন, লঞ্চ দুর্ঘটনায় সেলিম হাওলাদারসহ অনেকেই আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় মির্জাগঞ্জের কোনো ব্যক্তি নিখোঁজ আছেন কিনা তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে