সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২২: ৫৮
Thumbnail image
জব্দ করা চিনির বস্তা ও ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার সুরমা গেট এলাকা থেকে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি ট্রাকও জব্দ করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতের এই অভিযানে ট্রাক ফেলে চালকসহ তিনজন পালিয়ে যান। আজ বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সুরমা গেটে সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে সিগন্যাল দিলে সেটি রেখে চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। ট্রাকটি তল্লাশি করে নীল ত্রিপল দিয়ে মোড়ানো ৩০৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পর জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দ করা মালামাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত