
শ্বশুরবাড়ি থেকে বউকে ফিরিয়ে আনতে রাজি না হওয়ায় বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন আনসার মিয়া।
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের এ ঘটনায় করা মামলার এজাহারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে কলহ চলছিল আনসার মিয়ার। প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। এজন্য তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে যান।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দেন আনসার। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এ নিয়ে সোমবার দুপুরে বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয় আনসার মিয়ার। একপর্যায়ে তাঁকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।’
এরপর আনসারকে আসামি করে নিহত তপন মিয়ার (৭০) বড় ছেলে গয়েস আহমদ কাউসার হত্যা মামলা করেন।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৩ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪২ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে