Ajker Patrika

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

সিলেট প্রতিনিধি
এমসি কলেজের টিলার আগুনে পুড়ে গেছে বেশ কিছু গাছ। ছবি: আজকের পত্রিকা
এমসি কলেজের টিলার আগুনে পুড়ে গেছে বেশ কিছু গাছ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় এ আগুন লাগে। এতে বেশ কিছু গাছপালা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এমসি কলেজের টিলায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’

ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে ছাত্রাবাসের এই টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ইফতারের সময় হঠাৎ শিক্ষার্থীরা দেখতে পান টিলায় আগুন লেগেছে। তখন তাঁরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। সেখানে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই টিলায় বিভিন্ন সময় কিছু লোক বসে সিগারেট খান। তাঁদের ফেলে দেওয়া সিগারেটের শেষ অংশ থেকে এই আগুন লাগতে পারে। আবার এটি পরিকল্পিতও হতে পারে। কেননা বেশ জায়গাজুড়ে এই আগুন লাগে। তাঁরা অবিলম্বে টিলাসহ ছাত্রাবাসের সীমানা দেয়াল অথবা কাঁটাতার দিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত