Ajker Patrika

জগন্নাথপুরে নিখোঁজ কিশোরী উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে নিখোঁজ কিশোরী উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের ৫ দিন পর এক কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ওই কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন। 

পরে মামলার প্রধান আসামি অটোরিকশা চালক আব্দুল নুরকে (২০) গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুল নুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ স্থানীয় একটি দারুল কেরাত কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরী নিখোঁজ হন। পরে ওই কিশোরীর মা জানতে পারেন তাঁর মেয়েকে অভিযুক্ত আব্দুল নুর ও তার দুই বন্ধুর সহযোগিতায় অপহরণ করা হয়েছে। গতকাল শনিবার নিজ এলাকা থেকে স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত আব্দুল নুরকে আটক এবং ওই কিশোরীকে উদ্ধার করে। পরে ওই কিশোরীর মা আব্দুল নুরকে প্রধান করে এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ওই কিশোরীর মা মামলা করায় ছেলেটিকে সুনামগঞ্জ কারাগারে এবং মেয়েটিকে চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

চোখের সামনে খামেনির অন্তরঙ্গ মহল ফাঁকা করে দিচ্ছে ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত