ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

টানা এক সপ্তাহ পানিবন্দী জীবন আর সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছেন ছাতক উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ। প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত এলাকায় সরকারি সহযোগিতা না পৌঁছায় দুর্ভোগের মাত্রা বেড়েছে। তবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় ছাতকে বৃষ্টিপাত কমলেও ভারতের মেঘালয়ে বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ছাতকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে পানিবন্দী পরিবারের লোকজন বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি গবাদিপশু নিয়েও পড়েছেন চরম বিপাকে। উঁচু ও শুকনো স্থানে রাখা হয়েছে গবাদিপশু। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কাজে কর্মেও যেতে পারছেন না কেউ। ফলে বানভাসি মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন।
জহর আলী নামের কৃষক জানান, প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে তিনি থাকতেন। গত মঙ্গলবার থেকে ঘর ছেড়ে একটি মহিলা মাদ্রাসা আশ্রয় নিয়েছেন। বন্যার পানি ধীর গতিতে কমতে থাকায় বাড়ি যেতে পারছেন না। তবে, আজ রোববার তিনি বাড়ি যেতে পারবেন বলে আশাবাদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, বন্যার পানি নেমে যাওয়ায় দেখা যাচ্ছে সড়ক। গতকাল শনিবার বিকেলে কিছু যানবাহন চললেও আজ রোববার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল পুরোদমে শুরু হয়েছে। আবার বন্যার পানি না নামায় ছাতক সদরের সঙ্গে ১৩ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না। পানি কমতে শুরু করলেও বন্যায় তলিয়ে যাওয়া দু'শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ধীরে ধীরে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবারসহ প্রধানমন্ত্রীর উপহার বানভাসিদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

টানা এক সপ্তাহ পানিবন্দী জীবন আর সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছেন ছাতক উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ। প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত এলাকায় সরকারি সহযোগিতা না পৌঁছায় দুর্ভোগের মাত্রা বেড়েছে। তবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় ছাতকে বৃষ্টিপাত কমলেও ভারতের মেঘালয়ে বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ছাতকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে পানিবন্দী পরিবারের লোকজন বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি গবাদিপশু নিয়েও পড়েছেন চরম বিপাকে। উঁচু ও শুকনো স্থানে রাখা হয়েছে গবাদিপশু। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কাজে কর্মেও যেতে পারছেন না কেউ। ফলে বানভাসি মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন।
জহর আলী নামের কৃষক জানান, প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে তিনি থাকতেন। গত মঙ্গলবার থেকে ঘর ছেড়ে একটি মহিলা মাদ্রাসা আশ্রয় নিয়েছেন। বন্যার পানি ধীর গতিতে কমতে থাকায় বাড়ি যেতে পারছেন না। তবে, আজ রোববার তিনি বাড়ি যেতে পারবেন বলে আশাবাদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, বন্যার পানি নেমে যাওয়ায় দেখা যাচ্ছে সড়ক। গতকাল শনিবার বিকেলে কিছু যানবাহন চললেও আজ রোববার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল পুরোদমে শুরু হয়েছে। আবার বন্যার পানি না নামায় ছাতক সদরের সঙ্গে ১৩ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না। পানি কমতে শুরু করলেও বন্যায় তলিয়ে যাওয়া দু'শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ধীরে ধীরে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবারসহ প্রধানমন্ত্রীর উপহার বানভাসিদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে