নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে ডিবির আরেকটি টিম বিমানবন্দর এলাকার বড়শালা বাছাটিলায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা আটক করে ১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে ডিবির আরেকটি টিম বিমানবন্দর এলাকার বড়শালা বাছাটিলায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা আটক করে ১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে