সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশ হয়রানির প্রতিবাদে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। এরপর থেকে দূরপাল্লার বাস অর্থাৎ সুনামগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কোনো বাসই ছেড়ে যায়নি।
দূরপাল্লার বাসশ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্তজেলা বাস শ্রমিকেেরাও কর্মবিরতি পালন করছেন। আজ সকাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এমনকি সিএনজি, লেগুনাসহ পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া লোকজন পড়েছে দুর্ভোগে। সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর গ্রামের রাজু মিয়া বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাব, কিন্তু হঠাৎ এসে দেখি বাস বন্ধ।’
শ্রমিক নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দূরপাল্লার বাস রাখার দায়ে তিনটি বাসকে পুলিশ জরিমানা করে এবং বাসের শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে। এরই প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তাঁরা।
পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘দিনের পর দিন পুলিশ আমাদের শ্রমিক ভাইদের প্রতি অন্যায় করে আসছে। এ ছাড়া আমাদের যে টার্মিনাল দেওয়া হয়েছে, সেখানে বাস রাখার জন্য অনুপযোগী, তাই আমরা বাধ্য হয়েই সড়কের পাশে বাসগুলো রাখি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের সঙ্গে আমরা বসে সব সমস্যা সমাধানের চেষ্টা করব।’

সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশ হয়রানির প্রতিবাদে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। এরপর থেকে দূরপাল্লার বাস অর্থাৎ সুনামগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কোনো বাসই ছেড়ে যায়নি।
দূরপাল্লার বাসশ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্তজেলা বাস শ্রমিকেেরাও কর্মবিরতি পালন করছেন। আজ সকাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এমনকি সিএনজি, লেগুনাসহ পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া লোকজন পড়েছে দুর্ভোগে। সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর গ্রামের রাজু মিয়া বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাব, কিন্তু হঠাৎ এসে দেখি বাস বন্ধ।’
শ্রমিক নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দূরপাল্লার বাস রাখার দায়ে তিনটি বাসকে পুলিশ জরিমানা করে এবং বাসের শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে। এরই প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তাঁরা।
পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘দিনের পর দিন পুলিশ আমাদের শ্রমিক ভাইদের প্রতি অন্যায় করে আসছে। এ ছাড়া আমাদের যে টার্মিনাল দেওয়া হয়েছে, সেখানে বাস রাখার জন্য অনুপযোগী, তাই আমরা বাধ্য হয়েই সড়কের পাশে বাসগুলো রাখি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের সঙ্গে আমরা বসে সব সমস্যা সমাধানের চেষ্টা করব।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৭ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২০ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে