শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের শাল্লায় দিনদিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এরই মধ্যে উপজেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বন্যার পানিতে ভেসে যাচ্ছে গরু-মহিষসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এ ছাড়া লক্ষাধিক মানুষ বাড়িঘর ছেড়ে নৌকায় নৌকায় অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার সুরমা, যাদুকাটা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের মেঘালয় ও আসাম সীমান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এরই মধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে, শাল্লা সদরসহ উপজেলার ১১৯টি গ্রাম। এতে উপজেলায় নৌপথ ও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শুধু তাই নয়, প্রবল স্রোতে জেলার উপজেলা এলজিইউডির প্রায় আটটি কালভার্ট ভেঙে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে। বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য প্রতিটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আজ শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন্যার পানিতে উপজেলার ১১৯টি গ্রামের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। সারা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খাবার রান্না ও স্যানিটেশন-ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে ওই সব এলাকার লোক। তাই বন্যার এমন ভয়াবহতা থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছে বন্যাকবলিত মানুষ। তবে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি বিদ্যালয় ও কলেজে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া উপজেলার বন্যাকবলিত গ্রামগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, বন্যার্তদের ত্রাণ সহযোগিতায় ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা সদরে কয়েক শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে উপজেলার প্রতিটি গ্রামে বন্যার্তদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করবে।

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের শাল্লায় দিনদিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এরই মধ্যে উপজেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বন্যার পানিতে ভেসে যাচ্ছে গরু-মহিষসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এ ছাড়া লক্ষাধিক মানুষ বাড়িঘর ছেড়ে নৌকায় নৌকায় অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার সুরমা, যাদুকাটা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের মেঘালয় ও আসাম সীমান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এরই মধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে, শাল্লা সদরসহ উপজেলার ১১৯টি গ্রাম। এতে উপজেলায় নৌপথ ও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শুধু তাই নয়, প্রবল স্রোতে জেলার উপজেলা এলজিইউডির প্রায় আটটি কালভার্ট ভেঙে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে। বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য প্রতিটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আজ শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন্যার পানিতে উপজেলার ১১৯টি গ্রামের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। সারা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খাবার রান্না ও স্যানিটেশন-ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে ওই সব এলাকার লোক। তাই বন্যার এমন ভয়াবহতা থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছে বন্যাকবলিত মানুষ। তবে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি বিদ্যালয় ও কলেজে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া উপজেলার বন্যাকবলিত গ্রামগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, বন্যার্তদের ত্রাণ সহযোগিতায় ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা সদরে কয়েক শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে উপজেলার প্রতিটি গ্রামে বন্যার্তদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করবে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে