তাহিরপুর প্রতিনিধি (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তি নিজেই বাজারে এসে মাছ, মাংস সহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করে করেছেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলার সদর বাজারে এমন ঘটনা ঘটেছে।
আর এই ঘটনা ঘটিয়েছে তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত সোনালি ব্যাংক শাখার দায়িত্বে থাকা ক্যাশিয়ার জিয়া উদ্দিন (৩৫)। গত বুধবার তিনি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
এদিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান জিয়া উদ্দিনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, একজন করোনা আক্রান্ত রোগী বাজারে এসে কীভাবে ঘোরাফেরা করতে পারে তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমরা হতবাক।
চিকিৎসা কর্মকর্তা আরও জানান, জিয়া উদ্দিনের করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে হোম কোয়ারেন্টিন থেকে চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছিল।
বাজারের প্রত্যক্ষদর্শী ফার্মাসিস্ট অনির্বাণ দাস জানান, সকাল ১০টায় জিয়া উদ্দিন ভাইকে বাজারে দেখতে পেয়ে করোনায় আক্রান্ত হয়েও বাজারে আসার বিষয় নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন করোনা আক্রান্ত হলেও শরীরে কোনো সমস্যা নেই তাই বাজারে আসছি। এ সময় তাকে মুরগি ক্রয় করতে দেখা যায়।
অপর আরেক প্রত্যক্ষদর্শী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলম জিলানী সুহেল জানান, একজন করোনা আক্রান্ত ব্যক্তি বাজারে এসে প্রকাশ্যে ঘোরাফেরা করায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
তাহিরপুর উপজেলা সদর সোনালি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আব্দুর গফুর বলেন, আজ ছুটির দিন, ব্যাংক বন্ধ। এখন একজন ব্যক্তি যদি ছুটির দিন ঘোরাফেরা করে এতে আমার কিছু করার নাই। ব্যাংক থেকে তাকে আগেই রিলেজ দেওয়া হয়েছে সে হোম কোয়ারান্টাইনে থাকার কথা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রায়হান কবির জানান, করোনা আক্রান্ত ব্যাক্তি বাজারে আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যাবস্থাপকের সঙ্গে কথা বলে হোম কোয়ারান্টাইনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সেই সঙ্গে সোনালি ব্যাংকের দায়িত্বরত সকলকে নমুনা পরীক্ষার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার তাহিরপুর উপজেলায় পাঁচজন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে চারজন ব্যক্তিই তাহিরপুর সোনালী ব্যাংকে কর্মরত।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তি নিজেই বাজারে এসে মাছ, মাংস সহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করে করেছেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলার সদর বাজারে এমন ঘটনা ঘটেছে।
আর এই ঘটনা ঘটিয়েছে তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত সোনালি ব্যাংক শাখার দায়িত্বে থাকা ক্যাশিয়ার জিয়া উদ্দিন (৩৫)। গত বুধবার তিনি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
এদিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান জিয়া উদ্দিনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, একজন করোনা আক্রান্ত রোগী বাজারে এসে কীভাবে ঘোরাফেরা করতে পারে তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমরা হতবাক।
চিকিৎসা কর্মকর্তা আরও জানান, জিয়া উদ্দিনের করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে হোম কোয়ারেন্টিন থেকে চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছিল।
বাজারের প্রত্যক্ষদর্শী ফার্মাসিস্ট অনির্বাণ দাস জানান, সকাল ১০টায় জিয়া উদ্দিন ভাইকে বাজারে দেখতে পেয়ে করোনায় আক্রান্ত হয়েও বাজারে আসার বিষয় নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন করোনা আক্রান্ত হলেও শরীরে কোনো সমস্যা নেই তাই বাজারে আসছি। এ সময় তাকে মুরগি ক্রয় করতে দেখা যায়।
অপর আরেক প্রত্যক্ষদর্শী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলম জিলানী সুহেল জানান, একজন করোনা আক্রান্ত ব্যক্তি বাজারে এসে প্রকাশ্যে ঘোরাফেরা করায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
তাহিরপুর উপজেলা সদর সোনালি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আব্দুর গফুর বলেন, আজ ছুটির দিন, ব্যাংক বন্ধ। এখন একজন ব্যক্তি যদি ছুটির দিন ঘোরাফেরা করে এতে আমার কিছু করার নাই। ব্যাংক থেকে তাকে আগেই রিলেজ দেওয়া হয়েছে সে হোম কোয়ারান্টাইনে থাকার কথা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রায়হান কবির জানান, করোনা আক্রান্ত ব্যাক্তি বাজারে আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যাবস্থাপকের সঙ্গে কথা বলে হোম কোয়ারান্টাইনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সেই সঙ্গে সোনালি ব্যাংকের দায়িত্বরত সকলকে নমুনা পরীক্ষার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার তাহিরপুর উপজেলায় পাঁচজন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে চারজন ব্যক্তিই তাহিরপুর সোনালী ব্যাংকে কর্মরত।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে