সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা জমা দিয়েছেন হলফনামা। সেই হলফনামায় নিজের নামে ১০ ভরি স্বর্ণ রয়েছে বলে জানান সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত। তবে সেটির দাম দেখিয়েছেন ৪০ হাজার টাকা।
অর্ধশতাব্দী ধরে দিরাই-শাল্লায় সংসদের আসন ছিল সেন পরিবার। বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর এই আসনটিতে উপনির্বাচনে মধ্য দিয়ে তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত সংসদ সদস্য হন। ২০১৮ সালে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান জয়া সেনগুপ্তা। তবে এবার প্রথম সেন পরিবারের হাত থেকে আওয়ামী লীগের মনোনয়ন চলে যায় বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপির ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) কাছে। তবে জয়া সেনগুপ্তা দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং সেখানে জমা দেওয়া হলফনামায় নিজের অর্জিত ১০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ৪০ হাজার টাকা।
জয়া সেনগুপ্তার হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, দুইবার সংসদ সদস্য হওয়া জয়া সেনগুপ্তার সম্পদের পরিমাণ তেমন বাড়েনি, হলফনামায় জয়া সেন গুপ্তা তার বার্ষিক আয় দেখিয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৭২ টাকা। নগদ টাকা ৫ লাখ। ব্যাংক ও আথিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৯১ লাখ ৩৫ হাজার ৯৬৯ টাকা। সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ১ কোটি ৪৬ লাখ টাকা। গাড়ি রয়েছে ৫১ লাখ ৫০ হাজার টাকা দামের আর সেখানেই ১০ ভরি স্বর্ণ অর্জনকালীন দামে দেখানো হয়েছে মাত্র ৪০ হাজার টাকা।
এ ছাড়া তাঁর কাছে ইলেকট্রনিক সামগ্রী হিসেবে রয়েছে মাত্র একটি টেলিভিশন যার মূল্য দেখানো হয়েছে ২০ হাজার টাকা, আসবাবপত্রের মধ্যে রয়েছে একটি সোফা ও একটি খাট যার মূল্য ৩০ হাজার টাকা।
তা ছাড়া স্থাবর সম্পত্তি হলফনামায় জয়া সেন গুপ্তা অর্জনকালীন সময়ের দাম দিয়ে দেখিয়েছেন ৬ লাখ টাকা দামের ১০ একর কৃষি জমি। অকৃষি জমি ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৫ একর। ৯ হাজার স্কয়ার ফিটের একটি বাণিজ্যিক ভবন রয়েছে যার মূল্য দেওয়া হয়েছে ৭ কোটি ৫২ লাখ টাকা। ঢাকা ও দিরাইয়ে বাড়ি রয়েছে ৫৪ লাখ ৫ হাজার ১৮৪ টাকা মূল্যের এবং জয়া সেন গুপ্তা শিক্ষাগত যোগ্যতায় পিএইচডি ডিগ্রিধারী।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা আজকের পত্রিকাকে বলেন, হলফনামার তথ্যগুলো সঠিক এবং যে স্বর্ণের দাম ৪০ হাজার টাকা দেখানো হয়েছে সেটি আমার স্বামী বিয়ে এবং অন্যান্য সময় কিনে দিয়েছিলেন ওই সময় সোনার দাম আজকের দামের মতো ছিল না, সে জন্য আমি অর্জনকালীন সময়ের মূল্য দেখিয়েছি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা জমা দিয়েছেন হলফনামা। সেই হলফনামায় নিজের নামে ১০ ভরি স্বর্ণ রয়েছে বলে জানান সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত। তবে সেটির দাম দেখিয়েছেন ৪০ হাজার টাকা।
অর্ধশতাব্দী ধরে দিরাই-শাল্লায় সংসদের আসন ছিল সেন পরিবার। বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর এই আসনটিতে উপনির্বাচনে মধ্য দিয়ে তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত সংসদ সদস্য হন। ২০১৮ সালে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান জয়া সেনগুপ্তা। তবে এবার প্রথম সেন পরিবারের হাত থেকে আওয়ামী লীগের মনোনয়ন চলে যায় বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপির ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) কাছে। তবে জয়া সেনগুপ্তা দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং সেখানে জমা দেওয়া হলফনামায় নিজের অর্জিত ১০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ৪০ হাজার টাকা।
জয়া সেনগুপ্তার হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, দুইবার সংসদ সদস্য হওয়া জয়া সেনগুপ্তার সম্পদের পরিমাণ তেমন বাড়েনি, হলফনামায় জয়া সেন গুপ্তা তার বার্ষিক আয় দেখিয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৭২ টাকা। নগদ টাকা ৫ লাখ। ব্যাংক ও আথিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৯১ লাখ ৩৫ হাজার ৯৬৯ টাকা। সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ১ কোটি ৪৬ লাখ টাকা। গাড়ি রয়েছে ৫১ লাখ ৫০ হাজার টাকা দামের আর সেখানেই ১০ ভরি স্বর্ণ অর্জনকালীন দামে দেখানো হয়েছে মাত্র ৪০ হাজার টাকা।
এ ছাড়া তাঁর কাছে ইলেকট্রনিক সামগ্রী হিসেবে রয়েছে মাত্র একটি টেলিভিশন যার মূল্য দেখানো হয়েছে ২০ হাজার টাকা, আসবাবপত্রের মধ্যে রয়েছে একটি সোফা ও একটি খাট যার মূল্য ৩০ হাজার টাকা।
তা ছাড়া স্থাবর সম্পত্তি হলফনামায় জয়া সেন গুপ্তা অর্জনকালীন সময়ের দাম দিয়ে দেখিয়েছেন ৬ লাখ টাকা দামের ১০ একর কৃষি জমি। অকৃষি জমি ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৫ একর। ৯ হাজার স্কয়ার ফিটের একটি বাণিজ্যিক ভবন রয়েছে যার মূল্য দেওয়া হয়েছে ৭ কোটি ৫২ লাখ টাকা। ঢাকা ও দিরাইয়ে বাড়ি রয়েছে ৫৪ লাখ ৫ হাজার ১৮৪ টাকা মূল্যের এবং জয়া সেন গুপ্তা শিক্ষাগত যোগ্যতায় পিএইচডি ডিগ্রিধারী।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা আজকের পত্রিকাকে বলেন, হলফনামার তথ্যগুলো সঠিক এবং যে স্বর্ণের দাম ৪০ হাজার টাকা দেখানো হয়েছে সেটি আমার স্বামী বিয়ে এবং অন্যান্য সময় কিনে দিয়েছিলেন ওই সময় সোনার দাম আজকের দামের মতো ছিল না, সে জন্য আমি অর্জনকালীন সময়ের মূল্য দেখিয়েছি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে