জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে একবার আসে, একবার আসে না। তাঁদের চতুর্দিক থেকে মাথা খারাপ হয়ে গেছে। কোনটা করত বোঝেন না। শুধু তারিখ দেয় মারামারির, মারামারিরও সাহস নাই।’
আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে স্থানীয় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মারামারি বাংলাদেশের মানুষ চায় না। দেশে আইন আছে, সংবিধান আছে। আইন অনুযায়ী নির্বাচন হবে। যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তোমরা আদালতে যাও, নির্বাচন কমিশনে যাও, সমাধান আছে।’
তিনি আরও বলেন, ‘দেশের বিষয়ে দেশেই সমাধান আছে। এ জন্য বাইরের দেশে যেতে হবে না। বাইরের দেশ আমাদের আবারও গোলাম বানাতে চায়। যা আওয়ামী লীগ সরকার কোনো দিনও মেনে নেবে না।’
চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এলজিইডির বাস্তবায়নে ৭৩ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক কোটি এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এক কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্বোধন করেন।
এ ছাড়া মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চার কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে একবার আসে, একবার আসে না। তাঁদের চতুর্দিক থেকে মাথা খারাপ হয়ে গেছে। কোনটা করত বোঝেন না। শুধু তারিখ দেয় মারামারির, মারামারিরও সাহস নাই।’
আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে স্থানীয় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মারামারি বাংলাদেশের মানুষ চায় না। দেশে আইন আছে, সংবিধান আছে। আইন অনুযায়ী নির্বাচন হবে। যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তোমরা আদালতে যাও, নির্বাচন কমিশনে যাও, সমাধান আছে।’
তিনি আরও বলেন, ‘দেশের বিষয়ে দেশেই সমাধান আছে। এ জন্য বাইরের দেশে যেতে হবে না। বাইরের দেশ আমাদের আবারও গোলাম বানাতে চায়। যা আওয়ামী লীগ সরকার কোনো দিনও মেনে নেবে না।’
চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এলজিইডির বাস্তবায়নে ৭৩ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক কোটি এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এক কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্বোধন করেন।
এ ছাড়া মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চার কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে