সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী ইউনিয়নে ঠুটিয়ার চর গ্রামে দুলাল মল্লিক হত্যা মামলার বাদী, সাক্ষীদের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে দুলাল মল্লিক হত্যা মামলার বাদী হোসেন মল্লিক অভিযোগ করেন, ‘আমার বাবাকে হত্যার ঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। হত্যা মামলা থেকে আসামিরা নিজেদের বাঁচাতে আমাকেসহ ১৬৪ জনকে আসামি করে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার অভিযোগ সত্য নয়।’
তিন মামলার বাদীরা হলেন, দুলাল মল্লিক হত্যা মামলার ৩ নম্বর আসামি ফরহাদ ব্যাপারীর স্ত্রী রশিদা খাতুন, ৫ নম্বর আসামি শুকুর ব্যাপারীর স্ত্রী শিল্পী খাতুন ও ২৬ নম্বর আসামি রহম ব্যাপারীর স্ত্রী মমতা খাতুন।
একটি মামলার বাদী মমতা খাতুন বলেন, ‘মামলা কোনো দিন মিথ্যা হয় না। আমরা গ্রামে ঠুকতে পারি না। পলাতক আছি। আমাদের বাড়ি ঘরের কিছুই নাই বলে ফোন কেটে দেন।’
গত ৩ মার্চ শাহজাদপুর উপজেলা আমলি আদালতে মামলা তিনটি দায়ের করা হয়। মামলার অভিযোগের শুনানি শেষে বিচারক ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জুলহাজ উদ্দিন বলেন, তিনটি মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আমরা অভিযোগ তিনটি তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করব।
মামলায় আসামিদের বিরুদ্ধে সরিষা, ধান, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র, গাভী, ষাঁড়, ভেড়া, মটর পাম্প লুটপটের অভিযোগ আনা হয়েছে। তিনটি মামলায় ১৬৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন, দুলাল মল্লিক হত্যা মামলার বাদী হোসেন মল্লিক, সাক্ষী জাহাঙ্গীর মল্লিক, বাবুল সরদার, খোকন সরদার সহ ১৬৪ জন।
তিনটি মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে গোলমাল থাকার কারনে আসামি পক্ষের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন। মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়। পুলিশের গ্রেপ্তারের ভয়ে হত্যা মামলার আসামিরা গ্রাম ছাড়া থাকা অবস্থায় তিন মামলার আসামিরা হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, শহাজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে চরের জমি নিয়ে ঠুটিয়া চর গ্রামের ইসলাম মল্লিক ও শুকুর ব্যাপারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমির সীমানাপ্রাচীর নির্ধারণ করার জন্য উভয় পক্ষ গত ২ মার্চ বিকেলে বৈঠকে বসে।
বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুলাল মল্লিক ধারাল ফালার আঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে হোসেন মল্লিক ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী ইউনিয়নে ঠুটিয়ার চর গ্রামে দুলাল মল্লিক হত্যা মামলার বাদী, সাক্ষীদের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে দুলাল মল্লিক হত্যা মামলার বাদী হোসেন মল্লিক অভিযোগ করেন, ‘আমার বাবাকে হত্যার ঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। হত্যা মামলা থেকে আসামিরা নিজেদের বাঁচাতে আমাকেসহ ১৬৪ জনকে আসামি করে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার অভিযোগ সত্য নয়।’
তিন মামলার বাদীরা হলেন, দুলাল মল্লিক হত্যা মামলার ৩ নম্বর আসামি ফরহাদ ব্যাপারীর স্ত্রী রশিদা খাতুন, ৫ নম্বর আসামি শুকুর ব্যাপারীর স্ত্রী শিল্পী খাতুন ও ২৬ নম্বর আসামি রহম ব্যাপারীর স্ত্রী মমতা খাতুন।
একটি মামলার বাদী মমতা খাতুন বলেন, ‘মামলা কোনো দিন মিথ্যা হয় না। আমরা গ্রামে ঠুকতে পারি না। পলাতক আছি। আমাদের বাড়ি ঘরের কিছুই নাই বলে ফোন কেটে দেন।’
গত ৩ মার্চ শাহজাদপুর উপজেলা আমলি আদালতে মামলা তিনটি দায়ের করা হয়। মামলার অভিযোগের শুনানি শেষে বিচারক ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জুলহাজ উদ্দিন বলেন, তিনটি মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আমরা অভিযোগ তিনটি তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করব।
মামলায় আসামিদের বিরুদ্ধে সরিষা, ধান, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র, গাভী, ষাঁড়, ভেড়া, মটর পাম্প লুটপটের অভিযোগ আনা হয়েছে। তিনটি মামলায় ১৬৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন, দুলাল মল্লিক হত্যা মামলার বাদী হোসেন মল্লিক, সাক্ষী জাহাঙ্গীর মল্লিক, বাবুল সরদার, খোকন সরদার সহ ১৬৪ জন।
তিনটি মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে গোলমাল থাকার কারনে আসামি পক্ষের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন। মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়। পুলিশের গ্রেপ্তারের ভয়ে হত্যা মামলার আসামিরা গ্রাম ছাড়া থাকা অবস্থায় তিন মামলার আসামিরা হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, শহাজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে চরের জমি নিয়ে ঠুটিয়া চর গ্রামের ইসলাম মল্লিক ও শুকুর ব্যাপারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমির সীমানাপ্রাচীর নির্ধারণ করার জন্য উভয় পক্ষ গত ২ মার্চ বিকেলে বৈঠকে বসে।
বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুলাল মল্লিক ধারাল ফালার আঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে হোসেন মল্লিক ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে