সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া গুলিতে কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন।
মামলার বাদী হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার। আহত কলেজছাত্র রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের জমসের আলীর ছেলে আল-আমিন। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক। তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শওকত আলী তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেলকুচি থানায় মামলা দায়ের করেছেন।’
পরিদর্শক আব্দুল বারিক আরও বলেন, ‘ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। আওয়ামী লীগ নেতাকে গুলি করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হবে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে মকিমপুর গ্রামে বাড়ির পাশে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগ নেতা শওকত আলী। এ সময় সড়ক দিয়ে আসা তিন তরুণকে দেখে সন্দেহ হলে তিনি দোকানে প্রবেশ করেন। ওই তিন তরুণ দোকানের সামনে এসে শওকত আলীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
এ সময় ওই তরুণদের ছোড়া গুলি দোকানে উপস্থিত কলেজছাত্র আল-আমিনের পায়ে লাগে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া গুলিতে কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন।
মামলার বাদী হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার। আহত কলেজছাত্র রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের জমসের আলীর ছেলে আল-আমিন। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক। তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শওকত আলী তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেলকুচি থানায় মামলা দায়ের করেছেন।’
পরিদর্শক আব্দুল বারিক আরও বলেন, ‘ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। আওয়ামী লীগ নেতাকে গুলি করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হবে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে মকিমপুর গ্রামে বাড়ির পাশে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগ নেতা শওকত আলী। এ সময় সড়ক দিয়ে আসা তিন তরুণকে দেখে সন্দেহ হলে তিনি দোকানে প্রবেশ করেন। ওই তিন তরুণ দোকানের সামনে এসে শওকত আলীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
এ সময় ওই তরুণদের ছোড়া গুলি দোকানে উপস্থিত কলেজছাত্র আল-আমিনের পায়ে লাগে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
৪৪ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে