নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ ড্রেজার মেশিন ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি। গত শুক্র ও শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। তিনি বলেন, ‘ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শুক্র ও শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা ও উপজেলা প্রশাসনের লোকজন।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া কেউ যাতে নদ থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহন করতে না পারে, সে জন্য রাস্তার বিভিন্ন স্থানে কেটে দেওয়া ও বড় গর্ত করা হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ ড্রেজার মেশিন ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি। গত শুক্র ও শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। তিনি বলেন, ‘ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শুক্র ও শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা ও উপজেলা প্রশাসনের লোকজন।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া কেউ যাতে নদ থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহন করতে না পারে, সে জন্য রাস্তার বিভিন্ন স্থানে কেটে দেওয়া ও বড় গর্ত করা হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে