ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বঙ্গবন্ধুর খুনি’ বলে আখ্যা দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যকেও। সে কারণেই বিএনপি খুনির দল হিসেবে পরিচিত।’
আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা ওই উঠান বৈঠকে আরও বলেন, বিএনপি-জামায়াত নাশকতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই জানে না।
কৃষক লীগের এই নেতা বলেন, বিএনপির কোনো নেতা নেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় বসবাস করছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যদি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে মনোনয়ন দেয়, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান। সে কারণেই দেশ ভালোভাবে চলছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বঙ্গবন্ধুর খুনি’ বলে আখ্যা দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যকেও। সে কারণেই বিএনপি খুনির দল হিসেবে পরিচিত।’
আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা ওই উঠান বৈঠকে আরও বলেন, বিএনপি-জামায়াত নাশকতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই জানে না।
কৃষক লীগের এই নেতা বলেন, বিএনপির কোনো নেতা নেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় বসবাস করছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যদি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে মনোনয়ন দেয়, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান। সে কারণেই দেশ ভালোভাবে চলছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
৬ মিনিট আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১৭ মিনিট আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২৬ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে