Ajker Patrika

শরীয়তপুরে হত্যা মামলার আসামি বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি
খুন হওয়া বিএনপি কর্মী আবু সিদ্দিক ঢালী। ছবি: সংগৃহীত
খুন হওয়া বিএনপি কর্মী আবু সিদ্দিক ঢালী। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের নদীর পাড় ছৈয়াল বাড়ির সামনে সিদ্দিককে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।

নিহত আবু সিদ্দিক ঢালী চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, আবু সিদ্দিক ঢালী বিএনপির একজন কর্মী ছিলেন। তাঁর ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। একই এলাকার মিন্টু ছৈয়াল নামের এক ব্যক্তির সঙ্গে আবু সিদ্দিক ঢালীর পূর্বশত্রুতা ছিল। মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়াল সাত বছর আগে রাজনৈতিক বিরোধে নিজ এলাকায় খুন হন। সেই হত্যা মামলায় আসামি করা হয় আবু সিদ্দিক ঢালীকে। এ মামলা জেল খেটে জামিনে ছিলেন আবু সিদ্দিক। বর্তমানে মামলাটি বিচারাধীন।

আবু সিদ্দিকের পরিবারের অভিযোগ, গতকাল রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল বাড়ির সামনে মিন্টু ছৈয়াল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আবু সিদ্দিক ঢালীর ওপর হামলা চালান। এ সময় প্রাণ বাঁচাতে আবু সিদ্দিক ঢালী পুকুরে ঝাঁপ দিলে পুকুর থেকে টেনে তুলে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আবু সিদ্দিক ঢালীর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবু সিদ্দিক ঢালীর মরদেহ বাড়িতে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহত আবু সিদ্দিকের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, ‘পূর্ববিরোধের জেরে মিন্টু ছৈয়াল ও তার লোকজন আমার ভাই আবু সিদ্দিক ঢালীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়ালের হত্যাকাণ্ডের সঙ্গে আমার ভাই জড়িত ছিল না। তারপরেও আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমার ভাই কোনো অপরাধ করেনি। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, ‘হামলার শিকার আবু সিদ্দিক ঢালী নামের এক লোক নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত