শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের নদীর পাড় ছৈয়াল বাড়ির সামনে সিদ্দিককে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।
নিহত আবু সিদ্দিক ঢালী চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, আবু সিদ্দিক ঢালী বিএনপির একজন কর্মী ছিলেন। তাঁর ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। একই এলাকার মিন্টু ছৈয়াল নামের এক ব্যক্তির সঙ্গে আবু সিদ্দিক ঢালীর পূর্বশত্রুতা ছিল। মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়াল সাত বছর আগে রাজনৈতিক বিরোধে নিজ এলাকায় খুন হন। সেই হত্যা মামলায় আসামি করা হয় আবু সিদ্দিক ঢালীকে। এ মামলা জেল খেটে জামিনে ছিলেন আবু সিদ্দিক। বর্তমানে মামলাটি বিচারাধীন।
আবু সিদ্দিকের পরিবারের অভিযোগ, গতকাল রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল বাড়ির সামনে মিন্টু ছৈয়াল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আবু সিদ্দিক ঢালীর ওপর হামলা চালান। এ সময় প্রাণ বাঁচাতে আবু সিদ্দিক ঢালী পুকুরে ঝাঁপ দিলে পুকুর থেকে টেনে তুলে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আবু সিদ্দিক ঢালীর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবু সিদ্দিক ঢালীর মরদেহ বাড়িতে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহত আবু সিদ্দিকের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, ‘পূর্ববিরোধের জেরে মিন্টু ছৈয়াল ও তার লোকজন আমার ভাই আবু সিদ্দিক ঢালীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়ালের হত্যাকাণ্ডের সঙ্গে আমার ভাই জড়িত ছিল না। তারপরেও আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমার ভাই কোনো অপরাধ করেনি। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, ‘হামলার শিকার আবু সিদ্দিক ঢালী নামের এক লোক নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের নদীর পাড় ছৈয়াল বাড়ির সামনে সিদ্দিককে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।
নিহত আবু সিদ্দিক ঢালী চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, আবু সিদ্দিক ঢালী বিএনপির একজন কর্মী ছিলেন। তাঁর ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। একই এলাকার মিন্টু ছৈয়াল নামের এক ব্যক্তির সঙ্গে আবু সিদ্দিক ঢালীর পূর্বশত্রুতা ছিল। মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়াল সাত বছর আগে রাজনৈতিক বিরোধে নিজ এলাকায় খুন হন। সেই হত্যা মামলায় আসামি করা হয় আবু সিদ্দিক ঢালীকে। এ মামলা জেল খেটে জামিনে ছিলেন আবু সিদ্দিক। বর্তমানে মামলাটি বিচারাধীন।
আবু সিদ্দিকের পরিবারের অভিযোগ, গতকাল রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল বাড়ির সামনে মিন্টু ছৈয়াল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আবু সিদ্দিক ঢালীর ওপর হামলা চালান। এ সময় প্রাণ বাঁচাতে আবু সিদ্দিক ঢালী পুকুরে ঝাঁপ দিলে পুকুর থেকে টেনে তুলে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আবু সিদ্দিক ঢালীর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবু সিদ্দিক ঢালীর মরদেহ বাড়িতে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহত আবু সিদ্দিকের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, ‘পূর্ববিরোধের জেরে মিন্টু ছৈয়াল ও তার লোকজন আমার ভাই আবু সিদ্দিক ঢালীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়ালের হত্যাকাণ্ডের সঙ্গে আমার ভাই জড়িত ছিল না। তারপরেও আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমার ভাই কোনো অপরাধ করেনি। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, ‘হামলার শিকার আবু সিদ্দিক ঢালী নামের এক লোক নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে