শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুলাইমান মুন্সি (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৬ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
সুলাইমান মুন্সি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সির ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
সুলাইমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে সিপাহী পদে কর্মরত বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়ে ও একটি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুলাইমান মুন্সি।
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সুলাইমান। গত ২৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুর জেলা শহরের হোটেল মেরিডিয়ান এর ৫ম তলায় রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সুলাইমান।
ধর্ষণের সময় কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সুলাইমান। একপর্যায়ে ওই ছাত্রী জানতে পারে সুলাইমান বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান আছে।
পরে ওই ছাত্রী তাকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা করে এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপরেও সুলাইমান ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাপ প্রয়োগ করে। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় সুলাইমান।
পরবর্তীতে পরিবার ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক করে। আজ রোববার (৬ জুলাই) ছিল ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের দিন।
সুলাইমান এ খবর জানতে পেরে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে ওই ছাত্রীর আত্মীয় স্বজনসহ বিভিন্ন ব্যক্তির নিকট উক্ত অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্রী ও তার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয় এবং বিয়ে ভেঙে যায়।
আজ সকালে সুলাইমান ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিভিন্ন লোকজনকে অশ্লীল ছবি ও ভিডিও দেখাতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ সুলাইমানকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ওই ছাত্রী বাদী হয়ে পালং মডেল থানায় সুলাইমনের বলে বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিকেলে সুলাইমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় আজ এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

শরীয়তপুরে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুলাইমান মুন্সি (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৬ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
সুলাইমান মুন্সি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সির ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
সুলাইমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে সিপাহী পদে কর্মরত বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়ে ও একটি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুলাইমান মুন্সি।
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সুলাইমান। গত ২৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুর জেলা শহরের হোটেল মেরিডিয়ান এর ৫ম তলায় রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সুলাইমান।
ধর্ষণের সময় কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সুলাইমান। একপর্যায়ে ওই ছাত্রী জানতে পারে সুলাইমান বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান আছে।
পরে ওই ছাত্রী তাকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা করে এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপরেও সুলাইমান ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাপ প্রয়োগ করে। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় সুলাইমান।
পরবর্তীতে পরিবার ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক করে। আজ রোববার (৬ জুলাই) ছিল ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের দিন।
সুলাইমান এ খবর জানতে পেরে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে ওই ছাত্রীর আত্মীয় স্বজনসহ বিভিন্ন ব্যক্তির নিকট উক্ত অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্রী ও তার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয় এবং বিয়ে ভেঙে যায়।
আজ সকালে সুলাইমান ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিভিন্ন লোকজনকে অশ্লীল ছবি ও ভিডিও দেখাতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ সুলাইমানকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ওই ছাত্রী বাদী হয়ে পালং মডেল থানায় সুলাইমনের বলে বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিকেলে সুলাইমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় আজ এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে