শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই জাজিরা প্রান্তে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেতুটি কাছ থেকে দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে এসে ভিড় করছে হাজারো মানুষ। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে শরীয়তপুরে রীতিমতো চলছে উৎসব। নিরাপত্তার কারণে টোল প্লাজায় যেতে না পারলেও সামনের সড়কে ভিড় করছে দর্শনার্থীরা। তাই সরকারি নিয়ম মেনে দর্শনার্থীদের চলাচল নিশ্চিত করতে কাজ করছেন নিরাপত্তাকর্মীরা।
জানা গেছে, বিকেলের দিকে ওই এলাকায় মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। সেখানে আসা দর্শনার্থীদের জন্য সংযোগ সড়কের পাশে খাদ্যপণ্য ও বিভিন্ন ধরনের খেলনাসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। একই সঙ্গে কিশোর ও তরুণ বয়সী ছেলেদের ওড়ানো ঘুড়ি বাড়তি আনন্দ দিচ্ছে ঘুরতে আসা মানুষদের।
সরেজমিন আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় গিয়ে দেখা যায়, টোল প্লাজার কাউন্টারের সামনে টোল দিতে অপেক্ষা করছে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। টোল প্লাজার সামনের সড়কে মোটরসাইকেলের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ব্রিজ পার হতে না পারায় সামনের সড়কে পরিবার-পরিজন নিয়ে অপেক্ষা করছেন অনেকে। অনেকেই আবার টোলপ্লাজার কাছে গিয়ে সেলফি তুলছেন।
মোটরসাইকেল নিয়ে বরিশালের গৌরনদী থেকে বন্ধুদের সঙ্গে পদ্মা সেতু দেখতে আসেন ইশতিয়াক আহমেদ। তিনি বন্ধুদের নিয়ে টোল প্লাজার সামনের খালি জায়গায় আড্ডা দিচ্ছেন এবং ঝালমুড়ি খাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আজ সকালে আমরা পদ্মা সেতু দেখতে এসেছি। মোটরসাইকেল সেতুতে উঠতে না দেওয়ায় আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। কিন্তু কিছুই তো করার নেই। এখন সবাই মিলে টোল প্লাজার সামনে মজা করছি, ছবি তুলছি আর দূর থেকে পদ্মা সেতু দেখছি।’
মাদারীপুর থেকে আসা নাসিমা আক্তার বলেন, দুই সন্তান, শ্বশুর ও শাশুড়িকে নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছি। সড়কগুলো এত উন্নত করে তৈরি করা হয়েছে যে দেখলে মনেই হয় না এটা বাংলাদেশ। নিরাপত্তার কারণে সেতুতে উঠতে না পারলেও আশপাশে থাকা টোলপ্লাজা, সার্ভিস এরিয়া, কনস্ট্রাকশন ইয়ার্ডসহ সব স্থাপনা দেখে খুবই ভালো লাগছে।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সেতু উদ্বোধনের পর গত রোববার থেকে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। তবে অনেকে নিয়ম ভঙ্গ করে সেতুতে ছবি তোলার চেষ্টা করছে।
ইউএনও আরও বলেন, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই জাজিরা প্রান্তে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেতুটি কাছ থেকে দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে এসে ভিড় করছে হাজারো মানুষ। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে শরীয়তপুরে রীতিমতো চলছে উৎসব। নিরাপত্তার কারণে টোল প্লাজায় যেতে না পারলেও সামনের সড়কে ভিড় করছে দর্শনার্থীরা। তাই সরকারি নিয়ম মেনে দর্শনার্থীদের চলাচল নিশ্চিত করতে কাজ করছেন নিরাপত্তাকর্মীরা।
জানা গেছে, বিকেলের দিকে ওই এলাকায় মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। সেখানে আসা দর্শনার্থীদের জন্য সংযোগ সড়কের পাশে খাদ্যপণ্য ও বিভিন্ন ধরনের খেলনাসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। একই সঙ্গে কিশোর ও তরুণ বয়সী ছেলেদের ওড়ানো ঘুড়ি বাড়তি আনন্দ দিচ্ছে ঘুরতে আসা মানুষদের।
সরেজমিন আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় গিয়ে দেখা যায়, টোল প্লাজার কাউন্টারের সামনে টোল দিতে অপেক্ষা করছে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। টোল প্লাজার সামনের সড়কে মোটরসাইকেলের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ব্রিজ পার হতে না পারায় সামনের সড়কে পরিবার-পরিজন নিয়ে অপেক্ষা করছেন অনেকে। অনেকেই আবার টোলপ্লাজার কাছে গিয়ে সেলফি তুলছেন।
মোটরসাইকেল নিয়ে বরিশালের গৌরনদী থেকে বন্ধুদের সঙ্গে পদ্মা সেতু দেখতে আসেন ইশতিয়াক আহমেদ। তিনি বন্ধুদের নিয়ে টোল প্লাজার সামনের খালি জায়গায় আড্ডা দিচ্ছেন এবং ঝালমুড়ি খাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আজ সকালে আমরা পদ্মা সেতু দেখতে এসেছি। মোটরসাইকেল সেতুতে উঠতে না দেওয়ায় আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। কিন্তু কিছুই তো করার নেই। এখন সবাই মিলে টোল প্লাজার সামনে মজা করছি, ছবি তুলছি আর দূর থেকে পদ্মা সেতু দেখছি।’
মাদারীপুর থেকে আসা নাসিমা আক্তার বলেন, দুই সন্তান, শ্বশুর ও শাশুড়িকে নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছি। সড়কগুলো এত উন্নত করে তৈরি করা হয়েছে যে দেখলে মনেই হয় না এটা বাংলাদেশ। নিরাপত্তার কারণে সেতুতে উঠতে না পারলেও আশপাশে থাকা টোলপ্লাজা, সার্ভিস এরিয়া, কনস্ট্রাকশন ইয়ার্ডসহ সব স্থাপনা দেখে খুবই ভালো লাগছে।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সেতু উদ্বোধনের পর গত রোববার থেকে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। তবে অনেকে নিয়ম ভঙ্গ করে সেতুতে ছবি তোলার চেষ্টা করছে।
ইউএনও আরও বলেন, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে