প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর): জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে ট্রলারডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ট্রলারটির তলা ফেটে জাজিরা পালেরচরের পিঁপড়াদি নামক স্থানে ডুবে যায়। ট্রলারটি জাজিরা পালেরচরের পৈলান মোল্যার কান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাচ্ছিল।
নিহত ওই ট্রলার যাত্রীর নাম আব্দুর রহমান আকন (৭০)। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়ি জাজিরার ফকির মাহমুদ আকন কান্দি গ্রামে। নিখোঁজ চার আরোহীর মধ্যে দুটি শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
জাজিরা উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। এ কারণে কয়েকজন ব্যক্তি জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছ শিকারের ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। বিকেল ৩টার দিকে ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি পালেরচরের পৈলান মোল্যার কান্দি থেকে ছেড়ে যায়। ৪টার দিকে মাঝ নদীতে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় বিভিন্ন নৌযান ১১ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নৌপুলিশ সন্ধ্যার দিকে বাবুরচর এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকনের মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তি জাজিরার ফকির মাহমুদ আকন কান্দি গ্রামের বাসিন্দা। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন।
নৌপুলিশের মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মৃদুল চন্দ্র কপালিক আজকের পত্রিকাকে বলেন, রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছিল। অন্ধকারে নদীতে কাজ করা যাচ্ছিল না। তাই আগামীকাল শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। আমরা মাঝিরঘাটে দায়িত্ব পালন করছিলাম। নৌপুলিশের দৃষ্টি এড়িয়ে একটি চর থেকে ট্রলারটি শিমুলিয়া যাচ্ছিল।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের প্রধান মো. সেলিম বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে নৌ-পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি। পরিস্থিতি অনুকূলে না থাকায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বরিশাল থেকে আমাদের অভিজ্ঞ ডুবুরিদল এরই মধ্যেই জাজিরাতে পৌঁছেছে। তাঁদের নিয়ে নৌ-পুলিশের সহায়তায় শুক্রবার সকালে উদ্ধার অভিযান শুরু হবে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ চারজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
গত ৪ মে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে স্পিডবোটের সঙ্গে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ২৬ ব্যক্তি প্রাণ হারান। এর পর ওই নৌপথসহ মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপার বন্ধ করেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু ঈদের চার দিন আগে থেকে ট্রলারে করে যাত্রী পারাপার করা হচ্ছিল। এর মধ্যে পুনরায় ট্রলারডুবির ঘটনা ঘটল।

জাজিরা (শরীয়তপুর): জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে ট্রলারডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ট্রলারটির তলা ফেটে জাজিরা পালেরচরের পিঁপড়াদি নামক স্থানে ডুবে যায়। ট্রলারটি জাজিরা পালেরচরের পৈলান মোল্যার কান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাচ্ছিল।
নিহত ওই ট্রলার যাত্রীর নাম আব্দুর রহমান আকন (৭০)। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়ি জাজিরার ফকির মাহমুদ আকন কান্দি গ্রামে। নিখোঁজ চার আরোহীর মধ্যে দুটি শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
জাজিরা উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। এ কারণে কয়েকজন ব্যক্তি জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছ শিকারের ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। বিকেল ৩টার দিকে ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি পালেরচরের পৈলান মোল্যার কান্দি থেকে ছেড়ে যায়। ৪টার দিকে মাঝ নদীতে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় বিভিন্ন নৌযান ১১ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নৌপুলিশ সন্ধ্যার দিকে বাবুরচর এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকনের মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তি জাজিরার ফকির মাহমুদ আকন কান্দি গ্রামের বাসিন্দা। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন।
নৌপুলিশের মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মৃদুল চন্দ্র কপালিক আজকের পত্রিকাকে বলেন, রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছিল। অন্ধকারে নদীতে কাজ করা যাচ্ছিল না। তাই আগামীকাল শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। আমরা মাঝিরঘাটে দায়িত্ব পালন করছিলাম। নৌপুলিশের দৃষ্টি এড়িয়ে একটি চর থেকে ট্রলারটি শিমুলিয়া যাচ্ছিল।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের প্রধান মো. সেলিম বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে নৌ-পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি। পরিস্থিতি অনুকূলে না থাকায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বরিশাল থেকে আমাদের অভিজ্ঞ ডুবুরিদল এরই মধ্যেই জাজিরাতে পৌঁছেছে। তাঁদের নিয়ে নৌ-পুলিশের সহায়তায় শুক্রবার সকালে উদ্ধার অভিযান শুরু হবে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ চারজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
গত ৪ মে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে স্পিডবোটের সঙ্গে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ২৬ ব্যক্তি প্রাণ হারান। এর পর ওই নৌপথসহ মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপার বন্ধ করেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু ঈদের চার দিন আগে থেকে ট্রলারে করে যাত্রী পারাপার করা হচ্ছিল। এর মধ্যে পুনরায় ট্রলারডুবির ঘটনা ঘটল।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে