সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।
পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।
গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।
পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।
গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪১ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে