শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

কাপে চা কম থাকায় গ্রাম পুলিশকে নির্যাতন করার অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে। দু’দিন পার হলেও আলোচিত ওই চেয়ারম্যানের পক্ষ থেকে বিষয়টি নিরসনে উদ্যোগ গৃহীত না হওয়ায় স্থানীয় গ্রাম পুলিশদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের কয়েকজন কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে সোমবার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে যান। এ সময় চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীম কুমার মৃধা ভুক্তভোগী গ্রাম পুলিশের সেই সদস্যকে ডেকে নিয়ে মেহমানদের চা দেওয়ার নির্দেশ দেন। পরে চা নিয়ে অতিথিদের পরিবেশনের সময় চেয়ারম্যান মেহমানদের পেয়ালাতে চা পরিমাণে কম থাকার বিষয়টি লক্ষ্য করেন। এ সময় তিনি চা কে করেছে-জানতে চান এবং কয়েক মুহূর্ত পরে নিজ কক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে পায়ের জুতা খুলে ভুক্তভোগী ওই গ্রাম পুলিশকে মারতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত ইউপি সদস্যসহ অন্যরা চেয়ারম্যানের কবল থেকে উদ্ধার করে ঘটনার শিকার গ্রাম পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী গ্রাম পুলিশ জানান, নিজে চা বানাতে না পারায় অপর চৌকিদারকে দিয়ে চা তৈরি করিয়ে নিয়ে নিজে পরিবেশন করেন তিনি। তবে মেহমানদের কাপে চা কম থাকার অপরাধে তাঁকে পায়ের জুতা খুলে মারধর করেন চেয়ারম্যান।
একই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের দফাদার কিশোরী মোহন জানান, তাঁরা বিষয়টি নিয়ে মিটমাটের জন্য চেষ্টা করছেন। চেয়ারম্যান জরুরি মিটিংয়ের কাজে আজ বুধবার শ্যামনগর উপজেলা সদরে যাওয়ায় তারা সন্ধ্যার দিকে আবারও চেয়ারম্যানের সঙ্গে বসার চেষ্টা করবেন।
ইউপি সদস্য আব্দুল জলিলের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযুক্ত চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, তেমন কিছু হয়নি, সামান্য বকাবকি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এমন ঘটনা তাঁকে কেউ জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

কাপে চা কম থাকায় গ্রাম পুলিশকে নির্যাতন করার অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে। দু’দিন পার হলেও আলোচিত ওই চেয়ারম্যানের পক্ষ থেকে বিষয়টি নিরসনে উদ্যোগ গৃহীত না হওয়ায় স্থানীয় গ্রাম পুলিশদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের কয়েকজন কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে সোমবার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে যান। এ সময় চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীম কুমার মৃধা ভুক্তভোগী গ্রাম পুলিশের সেই সদস্যকে ডেকে নিয়ে মেহমানদের চা দেওয়ার নির্দেশ দেন। পরে চা নিয়ে অতিথিদের পরিবেশনের সময় চেয়ারম্যান মেহমানদের পেয়ালাতে চা পরিমাণে কম থাকার বিষয়টি লক্ষ্য করেন। এ সময় তিনি চা কে করেছে-জানতে চান এবং কয়েক মুহূর্ত পরে নিজ কক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে পায়ের জুতা খুলে ভুক্তভোগী ওই গ্রাম পুলিশকে মারতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত ইউপি সদস্যসহ অন্যরা চেয়ারম্যানের কবল থেকে উদ্ধার করে ঘটনার শিকার গ্রাম পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী গ্রাম পুলিশ জানান, নিজে চা বানাতে না পারায় অপর চৌকিদারকে দিয়ে চা তৈরি করিয়ে নিয়ে নিজে পরিবেশন করেন তিনি। তবে মেহমানদের কাপে চা কম থাকার অপরাধে তাঁকে পায়ের জুতা খুলে মারধর করেন চেয়ারম্যান।
একই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের দফাদার কিশোরী মোহন জানান, তাঁরা বিষয়টি নিয়ে মিটমাটের জন্য চেষ্টা করছেন। চেয়ারম্যান জরুরি মিটিংয়ের কাজে আজ বুধবার শ্যামনগর উপজেলা সদরে যাওয়ায় তারা সন্ধ্যার দিকে আবারও চেয়ারম্যানের সঙ্গে বসার চেষ্টা করবেন।
ইউপি সদস্য আব্দুল জলিলের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযুক্ত চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, তেমন কিছু হয়নি, সামান্য বকাবকি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এমন ঘটনা তাঁকে কেউ জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে