ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বারযাত্রীর নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাজে ফুলছড়ি নামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায়। এরপর বরযাত্রী নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি হয়। এ সময় বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়।
নদের ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বারযাত্রীর নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাজে ফুলছড়ি নামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায়। এরপর বরযাত্রী নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি হয়। এ সময় বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়।
নদের ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৪১ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে