নীলফামারী প্রতিনিধি

ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এই পয়েন্টের বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। নদীতে পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ডিমলার ছোট খাতা চরের মনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। আজ রোববার সকালে বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছি। তবে চরের শাকসবজি ও ধানের খেত পানিতে তলিয়ে গেছে।
ডিমলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, তিস্তা বাজার, টাকুর চর এলাকায় পানি ঢুকেছে। দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী আছে। পানি বাড়ার কারণে চরাঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। অনেক চরবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’ তবে সকাল ১০টার পর থেকে পানি কমেছে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন আজকের পত্রিকাকে বলেন, পানি বাড়ার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে চরাঞ্চলে পানিবন্দী মানুষকে সরিয়ে নিতে বা ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এই পয়েন্টের বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। নদীতে পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ডিমলার ছোট খাতা চরের মনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। আজ রোববার সকালে বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছি। তবে চরের শাকসবজি ও ধানের খেত পানিতে তলিয়ে গেছে।
ডিমলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, তিস্তা বাজার, টাকুর চর এলাকায় পানি ঢুকেছে। দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী আছে। পানি বাড়ার কারণে চরাঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। অনেক চরবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’ তবে সকাল ১০টার পর থেকে পানি কমেছে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন আজকের পত্রিকাকে বলেন, পানি বাড়ার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে চরাঞ্চলে পানিবন্দী মানুষকে সরিয়ে নিতে বা ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১১ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে