পীরগাছা (রংপুর) প্রতিনিধি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই, রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় কেউ যুক্ত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’
আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নতুন এই বাংলাদেশ গঠনে যারা নিহত-আহত হয়েছেন, আমরা যেন তাঁদের ভুলে না যাই। তাঁদের স্মরণে রাখতে হবে। এসব পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে যে এলাকাভিত্তিক বৈষম্য রয়েছে, তা নিরসনে আমরা কাজ করছি। ফ্যাসিষ্ট সরকারের সময় গোপালগঞ্জসহ বিশেষ কিছু জেলায় উন্নয়ন হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করে যাব।’
উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ছাত্র সমন্বয়কের পক্ষে সামছুর রহমান সুমন, শহীদ মামুন মিয়ার বাবা আজগার আলী, শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, শহীদ সাইফুলের স্ত্রী রানী বেগম প্রমুখ।
পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তিস্তা নদীর ওপর উলিপুর-পীরগাছার মধ্যে ব্রিজ নির্মাণের জন্য পানিয়ালের ঘাট পরিদর্শন করেন। এ ছাড়া তিনি পীরগাছা উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই, রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় কেউ যুক্ত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’
আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নতুন এই বাংলাদেশ গঠনে যারা নিহত-আহত হয়েছেন, আমরা যেন তাঁদের ভুলে না যাই। তাঁদের স্মরণে রাখতে হবে। এসব পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে যে এলাকাভিত্তিক বৈষম্য রয়েছে, তা নিরসনে আমরা কাজ করছি। ফ্যাসিষ্ট সরকারের সময় গোপালগঞ্জসহ বিশেষ কিছু জেলায় উন্নয়ন হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করে যাব।’
উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ছাত্র সমন্বয়কের পক্ষে সামছুর রহমান সুমন, শহীদ মামুন মিয়ার বাবা আজগার আলী, শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, শহীদ সাইফুলের স্ত্রী রানী বেগম প্রমুখ।
পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তিস্তা নদীর ওপর উলিপুর-পীরগাছার মধ্যে ব্রিজ নির্মাণের জন্য পানিয়ালের ঘাট পরিদর্শন করেন। এ ছাড়া তিনি পীরগাছা উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে