পঞ্চগড় প্রতিনিধি
দুই দিন বাড়ার পর পঞ্চগড়ে দ্বিতীয়বারের মতো তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সকালে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গিয়ে সূর্যের দেখা মিলেছে। এর আগে ১০ জানুয়ারি ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীতের ভোগান্তি থাকলেও সকাল সকাল জীবিকার তাগিদে কাজে নেমেছেন বিভিন্ন পেশার শ্রমজীবীরা। স্থানীয়রা জানায়, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতের শীতের তীব্রতা বেশি।
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ তাপমাত্রায় আজ এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।
দুই দিন বাড়ার পর পঞ্চগড়ে দ্বিতীয়বারের মতো তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সকালে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গিয়ে সূর্যের দেখা মিলেছে। এর আগে ১০ জানুয়ারি ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীতের ভোগান্তি থাকলেও সকাল সকাল জীবিকার তাগিদে কাজে নেমেছেন বিভিন্ন পেশার শ্রমজীবীরা। স্থানীয়রা জানায়, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতের শীতের তীব্রতা বেশি।
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ তাপমাত্রায় আজ এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।
জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থামাতে গিয়ে আজিজ সর্দার (৬০) নামে এক মাতব্বরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায়কে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চাঁদখানা গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগেরংপুরের পীরগঞ্জ মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের পল্লী বড় বদনাপাড়া গ্রামের মরিচখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মাথা এখনো খুঁজে পায়নি পুলিশ।
২১ মিনিট আগেমূল প্যান্ডেল ছাড়াও নারী শ্রোতাদের জন্য ভিন্ন ভিন্ন স্থানে সাতটি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য ১২টি মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৩০টি এলইডি মনিটর থাকবে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্
২৪ মিনিট আগে